Voter list: ভোটার তালিকায় আপনার নাম কীভাবে চেক করবেন

Voter list: আর কিছুদিন বাকি, তারপরই শুরু হতে চলেছে ২০২৪ এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ৭ দফায় হবে দেশের সাধারণ নির্বাচন। শুরু হবে…

Voter List

Voter list: আর কিছুদিন বাকি, তারপরই শুরু হতে চলেছে ২০২৪ এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ৭ দফায় হবে দেশের সাধারণ নির্বাচন। শুরু হবে ১৯ এপ্রিল। ভোট গণনা ৪ জুন। এই বছর অনেকেই প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন (first time voters)। আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার জন্য যোগ্য হতে গেলে নাগরিকদের ১লা এপ্রিল ২০২৪ তারিখে ১৮ বছর বয়সী হতে হবে।

প্রথমবার ভোটারদের, তাদের ভোটার তালিকা (Voter List) চেক করা উচিত যাতে তাদের নাম তাদের নির্বাচনী এলাকায় যোগ্য ভোটার হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে কিনা। কীভাবে দেখবেন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা? নির্বাচন কমিশনের (Election Commission) অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। সেখানে তালিকায় নাম আছে কিনা দেখার জন্য তাদের Voter ID number ব্যবহার করতে হবে। এই Voter ID number-কে নির্বাচন কমিশন EPIC বা Elector’s Photo Identication Card বলে চিহ্নিত করে। এছাড়াও, মোবাইল নম্বর, ব্যক্তিগত তথ্য যেমন নাম, ডেট অফ বার্থ এবং নির্বাচনী এলাকার আত্মীয়দের তথ্য ভোটার তালিকায় নাম অনুসন্ধানের জন্য ব্যবহার করা যেতে পারে।

ভোটার তালিকায় কীভাবে নাম খুঁজবেন? (How to search for name in voter list)

ভোটার তালিকায় আপনার নাম চেক করতে –

১। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে।
২। এরপর হোম পেজে ‘ইলেক্টর মেনুতে’ ক্লিক করতে হবে।
৩। এরপর নিচে স্ক্রোল করলেই পাবেন “Search your name in the electoral roll” অপশানটি।
৪। আপনার EPIC বা Voter নম্বরে অ্যাক্সেস থাকলে সেগুলি দিয়ে আপনার নাম সার্চ করুন।
৫। যদি আপনার EPIC বা Voter নম্বরে অ্যাক্সেস না থাকে তাহলে আপনার ফোন নম্বর ব্যবহার করেও আপনার নাম সার্চ করতে পারেন।
৬। অন্য তথ্য দিয়ে সার্চ করতে চাইলে প্রয়োজন হবে জন্মের তারিখ, জেলা, নির্বাচনী এলাকা এবং কোনও আত্মীয়ের তথ্য।
৭। EPIC নম্বর ছাড়া অন্য কোনও তথ্য দিয়ে যদি ভোটার তালিকায় আপনার নাম খোঁজেন তাহলে সেই তথ্যটি কোথাও নোট করে রাখবেন ভবিষ্যৎ-এর জন্য।
৮। EPIC নম্বর দিয়ে আপনার পোলিং স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেমন স্থানীয় পোলিং অফিসার সম্পর্কে তথ্যও খুঁজতে পারেন।

উল্লেখ্য, নাগরিকরা তাদের Voter ID-র একটি ডিজিটাল ভার্সানও ডাউনলোড করতে পারেন তাদের EPIC নম্বর দিয়ে।

ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তা যাচায় করে নিলে, তাহলে আপনি নিশ্চিন্তে নিম্নলিখিত যেকোনও একটি সনাক্তকরণের উপায় ব্যবহার করে আপনার ভোট দিতে পারেন। সেগুলি কী কী জেনে নিন –

১। MNREGA জব কার্ড
২। ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি-সহ পাস বই
৩। শ্রম মন্ত্রকের ইস্যু করা স্বাস্থ্য বিমা কার্ড
৪। ড্রাইভিং লাইসেন্স
৫। আধার কার্ড
৬। প্যান কার্ড
৭। RGI-এর ইস্যু করা স্মার্ট কার্ড
৮। পাসপোর্ট এবং
৯। সাংসদ, বিধায়ক এবং এমএলসি-দের দেওয়া সরকারি পরিচয়পত্র