মাঝে আর কয়েক ঘন্টার অপেক্ষা, আর তারপর’ই আন্তর্জাতিক ফুটবল’কে বিদায় জানাতে চলেছেন ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি (Giorgio Chiellini)।ইতালির ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার কিয়েলিনি অনেক আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন।
ভারতীয় সময় মঙ্গলবার রাতে দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামছেন কিয়েলিনি।ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি’তে ‘ফিনালিসিমা ২০২২’ এর ম্যাচে।গতবারের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ বারের মতো জাতীয় দলের জার্সি নামছেন ইতালির এই তারকা ফুটবলার।
কয়েক দিন আগেই জুভেন্টাসের হয়ে দীর্ঘ ১৭ বছর সুনামের সাথে খেলার পর ক্লাব’কে বিদায় জানিয়েছিলেন তিনি।গতবছর এই ওয়েম্বলি’র মাঠে ইংল্যান্ড’কে হারিয়ে ইউরো জয়লাভ করেছিলেন।এই মাঠেই কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামার আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ” আর্জেন্টিনার দলটা তারকায় ঠাসা।প্রথমেই অবধারিত ভাবে আসে মেসির নাম।ওর সাথে যারা খেলে তারা’ও দুর্দান্ত।মেসি সর্বকালের সেরা কি না সেটা বলতে পারবোনা,তবে আইকন তো বটেই।কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ মেসির বিরুদ্ধে খেলতে নামছি সেটা ভেবেই ভালো লাগছে।দেশেই হয়ে খেলার স্বপ্ন দেখেছি ছোটো থেকে, ১০০ টা ম্যাচে দেশকে নেতৃত্ব দিতে পেরে দারুণ তৃপ্ত আমি।”
এখনও অবধি মোট ১৬ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা- ইতালি,শেষ চার ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছে ইতালি।২০১৮ সালে শেষ বার মুখোমুখি হয়েছিল দুই দল,আর্জেন্টিনা ম্যাচ জিতেছিলো ২-০ গোলে।