ঘানার বিশ্বকাপ ফুটবলার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা প্রবল

জানুয়ারিতে ফিফা উইন্ডো খুলছে।এই সময়ে সমস্ত ক্লাব দলই ঘর মেরামত করতে চায়। ইস্টবেঙ্গল এফসিও (East Bengal) ইতিমধ্যে আসরে নেমে পড়েছে।     লাল-হলুদ স্কোয়াড থেকে এলিয়ান্দ্রোর…

benjamin tate

short-samachar

জানুয়ারিতে ফিফা উইন্ডো খুলছে।এই সময়ে সমস্ত ক্লাব দলই ঘর মেরামত করতে চায়। ইস্টবেঙ্গল এফসিও (East Bengal) ইতিমধ্যে আসরে নেমে পড়েছে।

   

লাল-হলুদ স্কোয়াড থেকে এলিয়ান্দ্রোর বিদায়ঘন্টা বেজে গিয়েছে,এখন শুধু সময়ের অপেক্ষা। এরই মধ্যেই জোর গুঞ্জন যে, ঘানার বিশ্বকাপার ২৫ বছরের বেঞ্জামিন টেটেহ ইস্টবেঙ্গল এফসি দলে এলিয়ান্দ্রোর বিকল্প হিসেবে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।ঘানার এই ফুটবলার চলতি বিশ্বকাপে ঘানার ফুটবল টিমে রয়েছে।

বেঞ্জামিন টেটেহ ঘানার যুব দলের হয়ে ২০১৫ সালে খেলেছে। ক্লাব ফুটবলে হাল সিটির হয়ে খেলছে ঘানার এই বিশ্বকাপার।ইংল্যান্ডের এই ক্লাব দলের হয়ে ৮ ম্যাচ খেলা হয়ে গিয়েছে বেঞ্জামিনের। ২০২১ সালের ৯ অক্টোবর জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘানার জাতীয় দলে অভিষেক হয় টেটেহ’র,এটা ছিল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ।প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারী গ্যাবনের সাথে ১-১ গোলে আফ্রিকা কাপ অফ নেশনস গ্রুপ পর্বের খেলায় ৯৪ মিনিটে টেটেহকে প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মারার জন্যে সিএএফ তিন ম্যাচের নিষেধাজ্ঞার আরোপ করে।