ভারতেই থাকছেন মরসুমের অন্যতম সেরা ডিফেন্ডার

গত মরসুমের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে মেলে ধরেছিলেন নিজেকে। আগামী দিনে শুরু হতে চলা আই লীগের নতুন সংস্করণেও ভারতের ক্লাবে থাকছেন আন্তর্জাতিক ম্যাচ খেলা Gerard Williams। স

Gerard Williams

গত মরসুমের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে মেলে ধরেছিলেন নিজেকে। আগামী দিনে শুরু হতে চলা আই লীগের নতুন সংস্করণেও ভারতের ক্লাবে থাকছেন আন্তর্জাতিক ম্যাচ খেলা Gerard Williams। সম্প্রতি আই লীগের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা।দল হিসেবে Trau ফুটবল ক্লাব গত মরসুমের আই লীগে দারুণ কিছু করে দেখাতে পারেনি।

তবে ক্লাবের হয়ে নজর কেড়েছিলেন বেশ কয়েকজন ফুটবলার। যাদের মধ্যে অন্যতম Gerard Williams। দলের রক্ষণে দারুণ নির্ভরতা যুগিয়েছিলেন তিনি। ট্রান্সফার মার্কেটে বিদেশি এই খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে Trau। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যম ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “Trau এফসির প্রাচীর আবার ফিরে এসেছে। আই লিগের গত সংস্করণের অন্যতম সেরা ডিফেন্ডার, তিনি তার দেশের অন্যতম সেরা খেলোয়াড়। ক্যাপ্টেন জেরার্ড উইলিয়ামসকে স্বাগতম। আমাদের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে এই মৌসুমের জন্য।”

   

এক সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে চুটিয়ে খেলেছেন জেরার্ড উইলিয়ামস। Saint Kitts and Nevis – এর জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। ২০০৬ সাল থেকে খেলেছেন নিজের দেশের হয়ে। ক্লাব ফুটবলে প্রচুর সাফল্য পেয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

নিজের সেরা সময় পিছনে ফেলে এসেছেন অনেক আগে। তবে একজন খেলোয়াড়ের স্কিল কখনও হারিয়ে যায় না। ধারাবাহিকভাবে খেলার মধ্যে ছিলেন জেরার্ড। ফলে বয়স বাড়লেও ভারতের মাটিতে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি তিনবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো প্রো লীগ জেতা ডিফেন্ডার।