Aditya L1 Mission: পৃথিবী থেকে দূরত্ব বাড়িয়ে সূর্যের দিকে আরও একধাপ এগিয়ে আদিত্য

চারিদিকে জয় জয়কার ভারতের। G 20 সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এসে চন্দ্রযান ও আদিত্য L1 (Aditya L1 Mission) নিয়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছে প্রধানমন্ত্রীকে।

Aditya L1

চারিদিকে জয় জয়কার ভারতের। G 20 সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এসে চন্দ্রযান ও আদিত্য L1 (Aditya L1 Mission) নিয়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছে প্রধানমন্ত্রীকে। এবার সাফল্য ছোঁয়ার পথে আরো একধাপ এগিয়ে সূর্যযান আদিত্য L1। আরো কিছুটা এগিয়ে সূর্যের চতুর্থ কক্ষপথে এই সূর্যযান।

পৃথিবীর চারিদিকে যে পাঁচটি কক্ষপথে ঘুরবে আদিত্য L1 তা বেছে নিয়েছিল ইসরো। এর মধ্যে তিনটি কক্ষপথ পেরিয়ে গিয়েছে আদিত্য L1। ইতিমধ্যেই চতুর্থ নম্বর কক্ষপথে এই সূর্যযান প্রবেশ করেছে। অর্থাৎ সূর্যের দিকে আরও একধাপ এগিয়ে ভারতের এই জয় যান।

   

এবার ৫ নম্বর কক্ষপথের দিকে এগিয়ে যাবে আদিত্য L1 তারপর L1 পয়েন্টের দিকে। এই L1 পয়েন্ট সূর্যের কাছাকাছি এমন একটি জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আদিত্য L1 কোনও বাধা ছাড়াই তাকিয়ে থাকতে পারবে সূর্যের দিকে।

সূর্যের দিকে সোজা তাকিয়ে থেকেই সূর্যের একের পর এক ছবি তুলে ধরবে ইসরোর কাছে। আদিত্য L1 এর ৭ টি পেলোড রয়েছে। তার মধ্যে ৪ টি পেলোড দিয়ে একের পর এক ছবি তুলবে। তার মধ্যে সূর্যের সারফেসের ছবি, সূর্যের একেবারে ভিতরের ছবি এই সমস্ত কিছু পাঠাবে।

বাকি তিনটি পেলোড দিয়ে আদিত্য L1 যা করবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের যে রশ্মি বেরিয়ে আসে, অতি বেগুনি রশ্মি সহ অন্যান্য সেই সমস্ত কিছু পরীক্ষা করে দেখবে আদিত্য L1। সূর্যের এত গভীরে পরীক্ষা এর আগে কোনও দিন হয়নি যা করতে চলেছে ভারতের এই সূর্যযান। পৃথিবী থেকে দূরত্ব বাড়িয়ে সূর্যের দিকে এগিয়ে চলেছে আদিত্য L1।

ইসরোর তরফ থেকে প্রতি মুহূর্তে টেলিমেট্রিয়াল কমান্ড সেন্টার থেকে আদিত্য L1 এর প্রত্যেকটি যন্ত্রাংশ পেলোড, যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত প্রত্যেকটির যন্ত্রাংশ ১০০ শতাংশ ভালোভাবে কাজ করছে এমনটাই জানা গিয়েছে ইসরো সূত্রে।