ইংল্যান্ড সিরিজের আগে নাইটদের অনুসরণ গম্ভীরের

টানা দুটো সিরিজে পরাজয়ের পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট দলের পরিস্থিতি বেশ টালমাটাল। এই অবস্থায় দলকে ছন্দে ফিরতে হলে…

gautam gambhir

টানা দুটো সিরিজে পরাজয়ের পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট দলের পরিস্থিতি বেশ টালমাটাল। এই অবস্থায় দলকে ছন্দে ফিরতে হলে ইংল্যান্ড সিরিজে ভালো পারফর্ম করতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ শুরু হচ্ছে কলকাতায় টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে । ম্যাচ শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে ছিলেন দলের নতুন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

২১ শে জানুয়ারি মঙ্গলবার গম্ভীর কালীঘাট মন্দিরে গিয়ে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে দলের সাফল্যে প্রার্থনা করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে গম্ভীর মায়ের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে প্রার্থনা করছেন। প্রার্থনা শেষে তিনি মায়ের মূর্তি স্পর্শ করে প্রণাম করেন এবং আরতি করে প্রণামী দিয়ে মন্দির ত্যাগ করেন।

   

Gautam Gambhir visits Kalighat

ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তারপর শুরু হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। আপাতদৃষ্টিতে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। এই সিরিজের পারফরম্যান্সের উপর নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্স।

এটি অবশ্য গম্ভীরের প্রথমবার নয়, এর আগেও আইপিএলে কলকাতার মেন্টর থাকাকালীন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। কলকাতায় এলে প্রতিবারই গম্ভীর মন্দিরে পুজো দেন।

গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে দল ভালো ফলাফল পায়নি। তাঁর অধীনে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে হার এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাজয় হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে পরাজয় হয়েছে ভারতকে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ধারাবাহিক ব্যর্থতা এবং কোচিং স্টাফের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।