১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Team India)। প্রথম টেস্ট ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিউইদের বিরুদ্ধে নামার আগে আজ সাংবাদিক বৈঠককে ব্যাটার-বোলারদের মধ্যে পার্থক্য নিয়ে চূড়ান্ত ব্যাখ্যা দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোন জায়গায় ৯৯ শতাংশ ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে এদিন তুলে ধরেন তিনি।
ভারতের ভরসা পাকিস্তান! সেমির দৌড়ে কে এগিয়ে ?
ভারতীয় ক্রিকেটে বোলারদের যুগ শুরু হয়ে গিয়েছে বলে মনে করছেন ভারতীয় কোচ। ব্যাটাররা কোনও ম্যাচে রানের বন্যা বইয়ে দেন বলে জানান তিনি। কারণ ক্রিকেটে প্রতিনিয়ত ব্যাটারদের প্রতি সকলেরই এক আশা থাকে। কিন্তু এক ম্যাচে এক হাজার রান হলেও বোলাররা পারেন চোখের পলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে, জানিয়েছেন খোদ ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর।
India vs Australia : বর্ডার গাভাসকর ট্রফির আগে চিন্তায় দুই শিবির, পরিকল্পনা বদল অজিদের
এদিন সাংবাদিক বৈঠক গম্ভীর বলেন, “ওই যুগ পেরিয়ে গিয়েছে। এটা বোলারদের যুগ। ব্যাটারেরা শুধু ম্যাচ তৈরি করে। আমাদের এই ব্যাটার নির্ভর মনোভাবটা বদলানো খুব জরুরি। ব্যাটার যদি ১০০০ রানও করে, তারপরও সেই টেস্ট ম্যাচ জেতার গ্যারান্টি থাকে না। কিন্তু বোলাররা যদি ২০ উইকেট নেয় তা হলে ৯৯% গ্যারান্টি থাকে যে আমরা টেস্ট ম্যাচ জিতব। টেস্ট হোক বা অন্য ফর্ম্যাটে বোলারেরাই টুর্নামেন্ট জেতায়, ম্যাচ জেতায়। আমরা আরও বেশি বোলারদের নিয়ে কথা বলব বলে আমি আশা করি।”
🗣️🗣️ We want to be the team that can score 400 in a day and also the team that can bat for two days to draw a Test.
Head Coach Gautam Gambhir talks about #TeamIndia‘s adaptability and approach. #INDvNZ | @IDFCFIRSTBank | @GautamGambhir pic.twitter.com/Ta6MlGmbLh
— BCCI (@BCCI) October 14, 2024
বাংলাদেশ বিরুদ্ধে সিরিজ শুরু আগেও গম্ভীর বলেছিলেন, “ভারতে শুধু ব্যাটারদের নিয়েই আলোচনা হয়। তবে বুমরাহ, অশ্বিন সেটা বদলে দিচ্ছে। ওরা সকলের মানসিকতা বদলে দিচ্ছে দেখে ভাল লাগছে।”
ভারতীয় টিমের ক্রিকেটাররা একদিনে ৪০০ রান তোলার এবং টানা দুই দিন ব্যাটিং করার প্রসঙ্গে গম্ভীর জানিয়েছেন, “চেন্নাইয়ে আমি এটা বলেছিলাম, আমরা এমন দল হতে চাই যারা একদিনে ৪০০ রান করতে পারে। আবার ড্র করার জন্য ২ দিন ব্যাটিং চালিয়ে যেতে পারে। একইরকম ভাবে খেললে সেটা উন্নতি নয়। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। যদি দ্বিতীয় কোনও বিকল্পর প্রসঙ্গ আসে, তা হলে এই মানসিকতা রাখতে হবে যাতে দলের ছেলেরা দু’দিন টেস্টে ব্যাটিং করতে পারে। এবং ড্র করতে পারে। এই ক্রিকেটটাই আমরা খেলতে চাই।”