রোহিত-বিরাট-বুমরাহদের নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছেন গম্ভীর! এল বড় আপডেট

গৌতম গম্ভীর (Gautam Gambhir) টিম ইন্ডিয়ার কোচ হয়ে আসার পর ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। শ্রীলঙ্কা (IND vs SL) সফরের জন্য টিম ইন্ডিয়ার বাছাইয়ের…

Gautam Gambhir as New Head Coach of Team India

গৌতম গম্ভীর (Gautam Gambhir) টিম ইন্ডিয়ার কোচ হয়ে আসার পর ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। শ্রীলঙ্কা (IND vs SL) সফরের জন্য টিম ইন্ডিয়ার বাছাইয়ের আগে রয়েছে বড় আপডেট। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটারদের লম্বা ছুটির ব্যাপারে রয়েছে খবর।

IND vs SL: রোহিতের জায়গায় ওপেন করার দাবি জানাতে পারেন ৩ ক্রিকেটার

   

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বিরতিতে রয়েছেন এই সব ক্রিকেটারেরা। এমন পরিস্থিতিতে জল্পনা তৈরি হচ্ছিল যে এই ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফর থেকেও নিজেদের সরিয়ে রাখতে রাখবেন কি না? কিন্তু এখন খবর আসছে তাঁদের ছুটি পিছিয়ে দেওয়া হতে পারে। কারণ, নতুন হেড কোচ গৌতম গম্ভীর চাইছেন শ্রীলঙ্কায় হতে চলা ওয়ানডে সিরিজে এই সব সিনিয়র ক্রিকেটাররা থাকুক। এখন গৌতম গম্ভীর সংক্রান্ত এই নতুন জল্পনায় কতটা সত্যতা রয়েছে, তা জানা যাবে দল ঘোষণা হওয়ার পরই।

কিন্তু দল নির্বাচনের আগে এমন খবর প্রকাশ্যে আসার পর ক্রিকেট প্রেমীদের মধ্যে চাঞ্চল্য নিশ্চয়ই বেড়েছে। আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সফর। এই সফরে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ এবং এরপর ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাটরা। তবে ওয়ানডে ফরম্যাটে এখনো সক্রিয় রয়েছেন তাঁরা। শুধু রোহিত-বিরাট-বুমরাহ নন, বিষয়টি হার্দিক পান্ডিয়ার ব্যাপারেও রয়েছে আপডেট।

জানা গেছে, শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন হার্দিক পান্ডিয়া। এর পেছনে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে।ওয়ানডে সিরিজ থেকে দূরে থাকার বিষয়ে বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়া তাঁর টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাতে পারেন, এমন জল্পনাও এখন শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, টি২০ ফরম্যাটে অধিনায়ক হওয়ার ব্যাপারে সূর্যকুমার যাদব অন্যতম জোরালো দাবিদার।

কোপা ফাইনালে ‘মারামারি’ অভিযোগে গ্রেফতার কলম্বিয়ার ফুটবল সভাপতি

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে কে অধিনায়কত্ব করেন সেটাও দেখার বিষয় হবে। নির্বাচক কমিটির বৈঠক থেকেও রবীন্দ্র জাদেজাকে নিয়ে একটি খবর আসছে। শোনা যাচ্ছে, অক্ষর প্যাটেলের উত্থানের পর ওয়ানডে দলে জাদেজার জায়গা এখন শঙ্কায়।