দুবাইয়ের উত্তপ্ত গ্যালারিতে জমে উঠেছে ক্রিকেট উন্মাদনা। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। ভারতীয় শিবিরে (India Cricket Team) এখন ঘনচিন্তার মেঘ। কে থাকবেন প্রথম একাদশে (Playing XI), আর কে বসবেন বেঞ্চে? এই প্রশ্নের নির্ভুল সমাধান খুঁজে চলেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি হলেও, বুধবারের ম্যাচ নিছকই জয়-পরাজয়ের খেলা নয়। বরং, এ যেন পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগের ড্রেস রিহার্সাল।
ওমান বধে আত্মবিশ্বাসী ভারত, প্লেয়ারদের কৃতিত্ব দিয়ে ঐক্যের বার্তা জামিলের
অলরাউন্ডার-নির্ভরতা গম্ভীরের টেমপ্লেট
গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট করে দিয়েছেন, তাঁর দলের মূলে থাকবেন অলরাউন্ডাররা। আট নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। সেই পরিকল্পনা অনুযায়ী, পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত সম্ভবত থাকছেন হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে এবং অক্ষর পটেল। সবাই ব্যাট- বল দু’দিকেই অবদান রাখতে সক্ষম।
হার্দিক এখন ভারতীয় দলে মিডল অর্ডারের স্তম্ভ। ডেথ ওভারে বল করতেও দক্ষ। শিবম দুবে সাম্প্রতিক আইপিএলে স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছেন। মর্নে মরকেলের অধীনে তাঁর বোলিং স্কিলও উন্নত হচ্ছে। আর অক্ষর পটেল ব্যাটিং অর্ডারে পিঞ্চ হিটার হোক বা বাঁ-হাতি স্পিনার, সব ভূমিকাতেই কার্যকর।
মরু শহরে আজ থেকে শুরু এশিয়া কাপ, বুধবার নামছে ভারত; রইল বিস্তারিত সূচি
সঞ্জু বনাম জিতেশ—সমাধান স্পষ্ট
ব্যাটিং অর্ডারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সঞ্জু স্যামসন না জিতেশ শর্মা? সূত্রের খবর, ফিনিশার হিসেবে জিতেশের জায়গা নিশ্চিত। ওপেন করবেন শুভমন গিল ও অভিষেক শর্মা। ওয়ান ডাউনে থাকছেন আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা তিলক ভার্মা। এমন অবস্থায় সঞ্জুর জন্য জায়গা বের করাটা কঠিন। ফলে টেকনিক্যালি নিখুঁত হলেও, বেঞ্চেই থাকতে হতে পারে তাঁকে।
বোলারদের কম্বিনেশনে ধোঁয়াশা
সবচেয়ে জটিল অঙ্ক বোলিং কম্বিনেশন। বুমরাহ ও আর্শদীপ নিশ্চিত। কিন্তু তৃতীয় পেসার নাকি অতিরিক্ত স্পিনার? এটাই এখন মূল বিতর্ক। যদি তিন স্পিনার খেলানো হয়, তবে অক্ষরের সঙ্গে কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর একজন থাকবেন। কুলদীপের ভেরিয়েশন কার্যকর হলেও, সাম্প্রতিক ফর্মে এগিয়ে বরুণ। তবে দুবাইয়ের শিশির, উইকেটের সবুজ ঘাস এবং অতিরিক্ত বাউন্স কুলদীপকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে।
এই পরিস্থিতিতে সামনে আসছে নতুন নাম, অভিষেক শর্মা। ট্রেনিং সেশনে দীর্ঘক্ষণ বল করলেন তিনি। বাঁ-হাতি স্পিনার হিসেবে মাঝের ওভারে কয়েক ওভার সামলে দিতে পারলে, গম্ভীর হয়তো তৃতীয় স্পিনারের পরিবর্তে অতিরিক্ত পেসার খেলাতে পারেন। সেই ক্ষেত্রে হর্ষিত রানা হঠাৎ করে ঢুকে যেতে পারেন মূল একাদশে।
সিন্ধু-লক্ষ্য-চিরাগদের নেতৃত্বে এই টুর্নামেন্টে অভিযান শুরু ভারতের
প্রথম ম্যাচেই পরীক্ষামূলক নকশা
ভারতীয় শিবির ম্যাচ নিয়ে অতটা উদ্বেগ নয়, যতটা সচেতন। কারণ এই ম্যাচে শুধুই জয় নয়, বরং গোটা টুর্নামেন্টের জন্য সঠিক কম্বিনেশন গড়ে নেওয়াই মূল লক্ষ্য। সঠিক ব্যাটিং গভীরতা এবং কার্যকর বোলিং ব্যালান্স সুনিপুণ মিশ্রণ ঘটালেই পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবে ভারত।
Gautam Gambhir selection India Cricket Team squad Playing XI in Asia Cup 2025