বুধবার থেকে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচেই মুখোমুখি সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে মাঠে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বাধীন নবগঠিত দল। এই প্রথম ম্যাচেই বড় চমক দিতে চলেছেন হেড কোচ গম্ভীর। কারণ, দলে সুযোগ নাও পেতে পারেন একাধিক তারকা ক্রিকেটার।
ভারত বনাম UAE নয়! এশিয়ার মঞ্চে গুরু-শিষ্যের লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব?
সূত্রের খবর, ভারতের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং মতো জনপ্রিয় খেলোয়াড়রা। বিশেষ করে সঞ্জু স্যামসনের বাদ পড়ার প্রধান কারণ শুভমন গিলের সহ-অধিনায়ক হিসেবে দলে ফেরা। যদিও সঞ্জু সাম্প্রতিক সময় ভালো ফর্মেই ছিলেন, তবে টিম কম্বিনেশনের স্বার্থে তাঁকে হয়তো বেঞ্চেই বসে থাকতে হবে। একইভাবে, রিঙ্কু সিংকেও প্রথম একাদশের বাইরে রাখার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রথম একাদশে ওপেনিং জুটি হিসেবে দেখা যেতে পারে শুভমন গিল ও অভিষেক শর্মাকে। অভিষেক, যিনি বিশ্ব ক্রিকেটে টি-২০ ফরম্যাটে দ্রুত উত্থান ঘটিয়েছেন, বামহাতি ব্যাটার হিসেবে গিলের সঙ্গে ডান-বাম জুটি গড়ে তুলবেন। পাশাপাশি, অভিষেকের পার্টটাইম স্পিন বোলিংও দলের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে।
তৃতীয় নম্বরে ব্যাট করতে পারেন তিলক বর্মা। যদিও সাম্প্রতিক ফর্ম কিছুটা ওঠানামা করেছে, তবু তাঁর ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক সূর্যকুমার যাদব চারে নেমে ব্যাটিং লাইনআপকে নেতৃত্ব দেবেন। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকবেন যথাক্রমে অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া, দু’জনেই অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য বজায় রাখবেন।
নতুন দলের দায়িত্ব নিতে কেরালায় এসে গিয়েছেন আন্দ্রে চেরনিশভ
সঞ্জু স্যামসনের না খেলার জল্পনার মধ্যে উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ হতে চলেছেন জিতেশ শর্মা। তাঁর আগ্রাসী ব্যাটিং ও দ্রুত গ্লাভস ওয়ার্ক তাঁকে এগিয়ে রেখেছে।
সম্ভবত স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কুলদীপ যাদব। তার সঙ্গে থাকবেন বরুণ চক্রবর্তী, যিনি টার্নিং পিচে মিস্ট্রি স্পিনে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে সক্ষম। পেস আক্রমণে ভারতের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। বুমরাহের নেতৃত্বে ভারতীয় বোলিং লাইনআপ এই ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ (প্রথম ম্যাচ) : শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী
Gautam Gambhir like to pick Indian Cricket Team Playing XI in Asia Cup 2025