বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024) একেবারেই ছন্দে নেই মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শেষ ছয়টি ম্যাচের মধ্যে একটি ও জয় পায়নি ময়দানের এই প্রধান। দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ সকলেই। গত ম্যাচে বাইরের মাঠে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে লড়াই করেও আসেনি জয়। শেষ মুহূর্তে পরাজিত হতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। যারফলে এই মুহূর্তে ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের বারো নম্বরে রয়েছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা।
Also Read | গাছিবাউলিতে বাজিমাত মানোলোর, ফের পরাজিত হায়দরাবাদ
সূচি অনুযায়ী আগামী ৬ই ডিসেম্বর জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে মহামেডান। জামশেদপুর ম্যাচের হতাশা ভুলে এখন এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ব্ল্যাক প্যান্থার্সরা। তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে ফুটবলারদের চোট আঘাতের সমস্যা। পূর্বে কার্ড সমস্যা থাকার জন্য শিল্প নগরীর বুকে অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে কাসিমভের মতো ফুটবলারদের মাঠে নামাতে পারেনি সাদা-কালো ব্রিগেড। যার প্রভাব পড়েছিল ম্যাচের মধ্যে। সেই ধাক্কা কাটিয়ে পাঞ্জাব বধের পরিকল্পনা থাকলেও এবার ফের চিন্তায় থাকছেন দলের হেড কোচ।
Also Read | বিরাট ধাক্কা ওডিশার, ছিটকে গেলেন রয়কৃষ্ণা
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এবার চোটের কবলে পড়েছেন ভারতীয় ডিফেন্ডার গৌরব বোরা। গত জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে গিয়েই সমস্যা দেখা দিয়েছিল বছর ছাব্বিশের এই সেন্টার ব্যাকের। সেই সময় তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই বোঝা যায় চোটের গভীরতা। যারফলে এবার শহরে ফিরে এসেছেন এই ফুটবলার। তাঁর অনুপস্থিতিতে কিছুটা হলেও চাপে থাকবেন হেড কোচ আন্দ্রে চেরনিশভ।
Also Read | মুম্বাই ম্যাচের আগে মাথায় হাত লোবেরার, পাল্টা ‘আত্মবিশ্বাসী’ পিটার ক্র্যাটকি
বলাবাহুল্য, নয়া ফুটবল সিজনের শুরুতে নর্থইস্ট ইউনাইটেড থেকে এই দাপুটে ফুটবলারকে সই করিয়েছিল সাদা-কালো শিবির। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে সহজেই কোচের নজরে চলে আসেন গৌরব। চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত খেলে ফেলেছেন প্রায় নয়টি ম্যাচ। তবে এবার আসন্ন পাঞ্জাব ম্যাচে তাঁকে ছাড়াই নামবে মাকান চোটেরা।