Jofra Archer: জোফ্রা আর্চারকে নিয়ে ফাঁস হল বড় পরিকল্পনা

Jofra Archer

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার দৌড়ে আছেন ইংল্যান্ডের পেস বোলার জোফরা আর্চার (Jofra Archer)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রব কি বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisements

এক বছর আগে ইংল্যান্ডের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আর্চার। এছাড়া আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পেতে পারেন তিনি। ২৯ বছর বয়সী আর্চার দীর্ঘ দিন ধরে বিভিন্ন ইনজুরির সঙ্গে লড়াই করছেন। ২০২১ সালের মার্চ থেকে তিনি গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ ও ইংল্যান্ডের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন।

IPL 2024: চেন্নাই সুপার কিংসের সবথেকে দামী ক্রিকেটার হয়ে উঠেছেন দলের মাথা ব্যাথার কারণ

স্কাই স্পোর্টসকে রবি কি বলেছেন, ‘আর্চার মরসুমের আগে সাসেক্স দলের সঙ্গে ভারতে এসেছিল। এবং সে ভালো বোলিং করেছে। এখন ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফিরে আসবে। সেখানের কিছু ক্লাব ক্রিকেট খেলার পরিকল্পনা রয়েছে। আশা করি আর্চার পাকিস্তান সিরিজে খেলবে।’

 

Advertisements

রব কি আরও নিশ্চিত করেছেন যে আর্চার এই বছর টেস্ট ক্রিকেট খেলবেন না। ২০২৪ সালে কেবল সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ফোকাস রয়েছে। তবে ২০২৫ সালে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার লক্ষ্য রয়েছে।

Ashutosh Sharma: এক সময় খাবার কেনার টাকা ছিল না আইপিএল ম্যাচজয়ী এই তারকার

রব কি জানিয়েছেন, ‘জোফ্রাকে নিয়ে পুরো পরিকল্পনা মোটামুটি রয়েছে। ও সাদা বলের ক্রিকেট খেলবে। এরপর আশা করি আগামী গ্রীষ্মে যখন আমরা ভারতের বিপক্ষে খেলব এবং তারপর অ্যাশেজে খেলব, তখন আমরা তাঁকে টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনতে পারবো।’