Mohun Bagan: নয়া অ্যাওয়ে জার্সি পড়ে চেন্নাইন ম্যাচে বুমোসরা, মন কাড়ছে সমর্থকদের

Mohun Bagan Sporting New Away Jersey

গত জুলাই মাসের শেষের দিকে কলকাতার আরপিএসজি অফিস থেকে উন্মোচিত হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) দলের নতুন জার্সি। দলের কর্নধার তথা সঞ্জীব গোয়েঙ্কার পাশাপাশি দুই তারকা ফুটবলারের উপস্থিতিতে সকলের সামনে আনা হয়েছিল দলের জার্সি।যেখানে উপস্থিত ছিলেন দলের বিদেশি তারকা তথা অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও দেশীয় তারকা তথা অনুরুদ্ধ থাপা। দলের কর্নধারের পাশাপাশি দুই ফুটবলারের উপস্থিতিতে আজ উন্মোচিত হয়েছিল নতুন জার্সি। যা দেখে খুশি সকলেই। তবে এবার সামনে আসল দলের অ্যাওয়ে কিট।

Advertisements

আসলে গত কয়েকমাস আগেই দলের নতুন জার্সি ডিজাইন করার জন্য বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছিল সমর্থকদের কাছে। বলা হয়েছিল, তাদের পছন্দের মধ্যে থেকেই একটি জার্সি বেছে নিয়ে সেটি চূড়ান্ত করবে ম্যানেজমেন্ট। যেটি পড়ে গোটা মরশুম দাপিয়ে খেলবে বাগান ফুটবলাররা। সেইমতো বহু জার্সির ডিজাইন এসে জমা পড়েছিল বাগান তাঁবুতে। তারমধ্যে থেকেই একটি বেছে নিয়ে তৈরি হয় জার্সি। যা দেখে খুশি হয়েছিল আপামর বাগান জনতা। এবার অনেকটা সেই আদলেই প্রকাশ পেয়েছে দলের অ্যাওয়ে কিট।

Advertisements

উল্লেখ্য, আজ চেন্নাইন দলের ঘরের মাঠে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। আর সেই ম্যাচেই প্রকাশ পেল দলের অ্যাওয়ে কিট। যেখানে মূলত সাদা রঙ রাখার পাশাপাশি হোম কিটের ডিজাইনের মতোই করা হয়েছে সবুজ-মেরুন ছোঁয়া। যেটি সহজেই নজর কাড়ছে সকলের। আজ, এই জার্সি পড়েই আজ স্টেডিয়ামে দাপিয়ে খেলছেন হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেট্রাতোসরা।