Mohun Bagan: বসুন্ধরার বিপক্ষে খেলার আগে নয়া ভাবনা বাগান কোচের

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ এএফসি কাপে বাংলাদেশে বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) ঘরের মাঠে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথম লেগে…

Juan Ferrando

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ এএফসি কাপে বাংলাদেশে বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) ঘরের মাঠে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথম লেগে অমীমাংসিত ফলাফল থাকলেও এবার দ্বিতীয় লেগে জয় নিশ্চিত করতে মরিয়া ফেরেন্দো। গত পড়শু কলকাতার বুকে নিজেদের শেষ অনুশীলন সেরে নিয়ে হোটেলে চলে যায় গোটা দল। সেইখান থেকে বিমানবন্দর। বলতে গেলে অনেকটাই জার্নি করে বাংলাদেশ এসেছে মোহনবাগান দল।

তারপর গতকাল কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে শেষ অনুশীলন করে বাগান শিবির। এবার বিকালে ম্যাচ খেলতে মাঠে নামবে গোটা দল।অ্যাওয়ে ম্যাচে জয় পেয়ে গ্রুপ শীর্ষে আসাই একমাত্র লক্ষ্য পালতোলা নৌকা ব্রিগেডের। এছাড়াও গত ম্যাচে না খেলা দুই তারকা তথা জেসন কামিন্স ও মরোক্কান তারকা হুগো বুমোসকে ও দেখা গিয়েছে সেখানে। শারীরিক অসুস্থতা কাটিয়ে বর্তমানে তারা দুজনেই যে সুস্থ সেকথা পরিষ্কার। তাছাড়া গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করেছেন দুজনে। সব ঠিকঠাক থাকলে আজ অ্যাওয়ে ম্যাচে খেলতে পারেন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে পারেন দুজনেই।

উল্লেখ্য, বসুন্ধরা কিংস এরিনার মাঠে কার্যত অপ্রতিরোধ্য বসুন্ধরা দল। এবার এই মাঠেই খেলতে হবে মোহনবাগান শিবিরকে তাই বাংলাদেশে আসার পর সমস্ত খেলোয়াড়দের নিয়ে মাঠের পরিস্থিতি বুঝে নিতে বিশেষ পরিকল্পনা নেন ফেরেন্দো। মূলত, মাঠের স্পেস ও বাউন্স ঠিক মতো দেখে নেওয়ার জন্য বিশেষ অনুশীলন চালানো হয় তাদের তরফে। আসলে লড়াইয়ে যে এবার খুব একটা সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন কোচ। তাই সবদিক থেকেই দলকে তৈরি রাখতে চান তিনি।

তাছাড়া আজকের এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করতে পারলে সোজা গ্রুপ শীর্ষে চলে যাবে দল। যা পরবর্তীতে সাহায্য করবে মোহনবাগানকে। তাই সব ভাবনা চিন্তা নিয়েই মাঠে নামছেন ফেরেন্দো। অন্যদিকে, নিজেদের ঘরের মাঠে চেনা ছন্দে থাকাই লক্ষ্য থাকবে বসুন্ধরা দলের। সেজন্য, রবিনহো থেকে শুরু করে নিজেদের দেশীয় ফুটবলারদের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তাদের কোচ।