Mohammedan SC: মঙ্গলে মহামেডান ম্যাচ দেখা যাবে বিনামূল্যে, কীভাবে সম্ভব?

গতবারের মতো এবারের কলকাতা লিগেও দারুণ ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গ্রুপ পর্বের ম্যাচ গুলি থেকে শুরু করে বর্তমানে সুপার সিক্স। প্রতিটি ক্ষেত্রেই…

Mohammedan SC

গতবারের মতো এবারের কলকাতা লিগেও দারুণ ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গ্রুপ পর্বের ম্যাচ গুলি থেকে শুরু করে বর্তমানে সুপার সিক্স। প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ছন্দে দেখা দিয়েছে কলকাতার এই প্রধান। যারফলে, এবারের কলকাতা লিগ জয়ের অন্যতম দাবিদার হিসেবে ও অনেকে মনে করছেন রেড রোডের এই ক্লাবকে।

Advertisements

উল্লেখ্য, প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হতে হলেও পরের ম্যাচ থেকে ঠিক ঘুড়ে দাঁড়িয়েছিল দল। তাই অনায়াসেই বাকিদের টেক্কা দিয়ে সুপার সিক্সে নিজেদের স্থান পাকা করে ফেলেছিল মহামেডান। তারপর সুপার সিক্স।

Advertisements

আরও পড়ুন: ISL Drama: নিশ্চিত পেনাল্টি বাতিল, ক্ষোভ জামশেদপুরের অন্দরে

সেখানে ও প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে দেখা গিয়েছে ব্ল্যাক প্যান্থার্সদের। গত ১৭ তারিখ খিদিরপুর ফুটবল ক্লাবকে ৫-০ গোলে পরাজিত করেছিল কলকাতার এই প্রধান। তারপর গত ২০ তারিখ ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে ডেভিড – দীপুরা। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। এসবের মাঝেই আগামীকাল ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হতে চলেছে সাদা-কালো শিবির। গত গ্রুপ পর্বের ম্যাচে কিবু ভিকুনার দলের কাছে পরাজিত হতে হলেও এবার বদলার লড়াই তাদের। তবে এবার এই ম্যাচ দেখা নিয়ে ও থাকছে চমক।

এবার বিনামূল্যে দেখা যাবে আগামীকালের এই ম্যাচ। হ্যাঁ ঠিকই শুনছেন। বিনামূল্যেই পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। তবে প্রিন্টিংয়ের সমস্যা থাকায় এখনো পর্যন্ত টিকিট পায়নি ময়দানের এই দুই ফুটবল ক্লাব। তবে এই ম্যাচের জন্য মোট ৫০০০ টিকিট বরাদ্দ করা হয়েছে বঙ্গের এই ফুটবল ফেডারেশনের তরফ থেকে। এসবের মধ্যেই আগামীকাল বিকেল ৩টে থেকে শুরু হতে চলেছে সুপার সিক্সের এই ম্যাচ। যতদূর খবর, আগে আসার ভিত্তিতে এই ম্যাচের টিকিট পাবেন সমর্থকরা।