৪ ওভারের মধ্যে ২ টি মেডেন, ৪ রান ও ২ উইকেট… যে কোনও বোলার নিজের নামের পাশে এই পরিসংখ্যান যুক্ত করতে চাইবেন। এখনকার সীমিত ওভারের ক্রিকেটে এই স্ট্যাট রাখা খুব কঠিন। কিন্তু এবারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) এমনই বোলিং করে নজির গড়েছেন এক ক্রিকেটার। এই ক্রিকেটারকে হয়তো তারকার বোমা দেওয়া যাবে না।
India vs Kuwait: মিশন ভারত বধ, আড়ালে বিশেষ অনুশীলন সারল কুয়েত
উগান্ডার ৪৩ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুগা (Frank Nsubuga) এই কৃতিত্ব অর্জন করেছেন। পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম ম্যাচে এই স্পেলে বোলিং করেছেন বাঁ-হাতি এই স্পিনার। তাঁর চমৎকার বোলিংয়ের সুবাদে উগান্ডা ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়।
At 43, Frank Nsubuga is the oldest player at the #T20WorldCup in Americas. He has just delivered the best economical 4-over spell (2 wickets, 2 maidens & 4 runs) in tournament history to bowl out PNG 🇵🇬 for 77 runs in 19.1 overs. @CricketUganda 🇺🇬 needs 78 runs for their 1st win.… pic.twitter.com/KJamiIh0mT
— Darren Allan Kyeyune (@AllanDarren) June 6, 2024
৪৩ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুগা তাঁর স্পেলের ভিত্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েছেন। ৪ ওভারের কোটা পূর্ণ করা বোলারদের তালিকায় সর্বনিম্ন রান ব্যয়কারী বোলারদের তালিকায় তিনি নজির গড়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নর্টজে। এই বিশ্বকাপেই মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ফ্রাঙ্ক এনসুবুগা।
Sunil Chhetri: সুনীল ছেত্রীকে উৎসর্গ করে খিদিরপুরের বিশেষ জার্সি
টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ ওভারের স্পেলে সবচেয়ে কম রান দেওয়া বোলার-
- ৪- ফ্রাঙ্ক আনসুবুগা বনাম পাপুয়া নিউগিনি, ২০২৪*
- ৭- অ্যানরিখ নর্টজে বনাম শ্রীলঙ্কা, ২০২৪
- ৮- অজন্তা মেন্ডিস বনাম জিম্বাবুয়ে, ২০১২
- ৮- মাহমুদউল্লাহ বনাম আফগানিস্তান, ২০১৪
- ৮- ওয়ানিন্দু হাসারাঙ্গা বনাম সংযুক্ত আরব আমিরশাহি, ২০২২