Sunday, December 7, 2025
HomeSports NewsShankar Oraon: এখন কী করছেন শঙ্কর ওরাওঁ? জেনে নিন

Shankar Oraon: এখন কী করছেন শঙ্কর ওরাওঁ? জেনে নিন

- Advertisement -

মনে আছে সেই শঙ্কর ওরাওঁ (Shankar Oraon)-এর কথা? প্রয়াগ ইউনাইটেডের হয়ে খেলে সাড়া ফেলে দিয়েছিলেন। তারপর খেলেছিলেন মোহনবাগানে (Mohun Bagan)। এখন কী করছেন তিনি?

   

কলকাতা ফুটবল লিগ আসন্ন। তার আগে তৈরি হচ্ছে ময়দানের দলগুলো। উঠতি ফুটবলাররা প্রস্তুতি নিচ্ছেন নিজেদের প্রমাণ করার জন্য। অভিজ্ঞ ফুটবলাররা স্কিলের ঝলক দেখাবেন আরো একবার। কলকাতা ময়দান দেখে বহু প্রতিভা। কেউ হয়েছেন তারকা, কেউ-বা হারিয়েছেন স্মৃতির অতলে। শঙ্কর ওরাওঁ-এর উত্থান হয়েছিল উল্কার গতিতে। মোহনবাগানে যখন যোগ দিলেন তখন তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক।

CFL: ইস্টবেঙ্গল-প্রাক্তনী শুভঙ্কর খেলবেন মেসার্সের হয়ে

মোহনবাগানের হয়ে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। বাগানের ২০১৩ সালের স্কোয়াডে যোগ দিয়েছিলেন। তখন দীপেন্দু বিশ্বাস, অসীম বিশ্বাসরা ছিলেন কেরিয়ারের পড়ন্ত বেলায়। বাঙালি স্ট্রাইকার শঙ্কর তখন প্রতিভাবান এক তরুণ। মোহনবাগানের এই স্কোয়াডেই ছিলেন রাম মালিক, পঙ্কজ মৌলা, উজ্জ্বল হাওলাদার সহ এক ঝাঁক উঠতি প্রতিভা।

প্রয়াগ ইউনাইটেডের হয়ে শঙ্কর ওরাওঁ যে খেলাটা খেলেছিলেন সেটা খেলতে পারেননি মোহনবাগানের হয়ে। বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তারপর ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেন।

CFL: শিল্টন পালের সঙ্গে খেলবেন ‘শট স্টপার’ কস্তুর

শঙ্কর ওরাওঁ এখনও কী ফুটবল খেলেন? নবাব ভট্টচার্য জানিয়েছেন, ‘শঙ্কর ওরাওঁ আর ফুটবলের সঙ্গে যুক্ত নন। সোদপুরে থাকেন। CESC-তে চাকরি করেন।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular