Transfer Window: ফিলিপিন্সের জাতীয় দলের প্রাক্তন কোচ ISL ক্লাবে

scott cooper football coach

Transfer Window: সামনের মরসুমের জন্য নতুন কোচের নাম ঘোষণা করল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। আগামী মরসুমে সাইড লাইনের ধারে দেখা যাবে স্কট কুপারকে। স্কট ফিলিপিন্সের জাতীয় দলের কোচিং করিয়েছেন অতীতে।

স্কটল্যান্ডের কাপ কুইন্স পার্কে যোগ দিয়েছিলেন জামশেদপুরের শিল্ড জয়ী কোচ ওয়েন কয়েল। তাই নতুন কোচ নিয়োগ করতে হতো ক্লাবকে। কাকে কোচ হিসেবে ক্লাব নিয়োগ করবে সে ব্যাপারে চলেছে জল্পনা। স্কট কুপারের নাম ভারতীয় ফুটবল মহলে অনেক আগে শোনা গিয়েছিল। কিন্তু তিনি কোন ক্লাবে যোগ দেবেন কিংবা আদৌ ভারতে আসবেন কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না। শুক্রবার বিকেলে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে জামশেদপুর ফেরত এফসি। ক্লাবের প্রধান প্রশিক্ষকের দায়িত্বে ইংল্যান্ডের স্কট জোসেফ কুপার।

   

স্কটের কোচিং কেরিয়ার দীর্ঘ। একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন অতীতে। কখনও সহকারী, কখনও বা কাজ করেছেন প্রধান কোচের ভূমিকায়। ১৯৯৯ সাল থেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এখন তার বয়স ৫২। ২০২২ সালে ছিলেন ব্যাংককের পোর্ট ফুটবল ক্লাবের দায়িত্বে।

জাতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করেছিলেন স্কট কুপার। ফিলিপিন্সের জাতীয় দলের হেড কোচ ছিলেন। প্রায় দুটি বছর এই পদে তিনি ছিলেন। পরে সে দেশের যুব দলের দায়িত্বে নিয়ে আসা হয়েছিল তাকে। ব্যাংককের পোর্ট ফুটবল ক্লাবে ১৪ টি ম্যাচ খেলিয়েছেন স্কট। দল জিতেছিল ৬ টি ম্যাচে, ড্র ৭ ম্যাচে এবং একটি ম্যাচে পরাস্ত হয়েছিল পোর্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন