ডেস বাকিংহাম। মুম্বাই সিটি এফসির সমর্থকদের কাছে অতিপরিচিত একটি নাম। কিরঘিজ কোচ পেট্র ক্র্যাটকির দায়িত্ব গ্ৰহনের পূর্বে তাঁর (Des Buckingham) তত্ত্বাবধানেই কয়েক মরসুম অনবদ্য পারফরম্যান্স করে রনবীর কাপুরের ফুটবল ক্লাব। এই ব্রিটিশ কোচের তত্ত্বাবধানে শেষ ফুটবল সিজনে অপ্রতিরোধ্য পারফরম্যান্স করে মুম্বই সিটি। কিন্তু সেবার সেমিফাইনালে হেরে যেতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার দরুন লিগ শিল্ড জয় করে মুম্বই। সেই সুবাদেই পরবর্তীতে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে এই ভারতীয় ফুটবল দল।
যেখানে মুম্বাই দলকে লড়াই করতে হয়েছিল এফসি নাসাফ থেকে শুরু করে আল হিলালের মতো শক্তিশালী দলের সঙ্গে। সেখানে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও আল হিলালের বিপক্ষে ছাংতেদের দাঁতে দাঁত চেপে লড়াই মন জয় করেছিল সকলের। এই সমস্ত কিছুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাকিংহাম। কিন্তু পরবর্তীতে আর ভারতে থাকতে চাননি এই ব্রিটিশ কোচ। চলে গিয়েছিলেন নিজের পুরোনো দল অক্সফোর্ড ইউনাইটেডে। হাল ধরেছিলেন শক্ত হাতে। কিন্তু এবার তাঁকে বিদায় জানাল অক্সফোর্ডের এই ফুটবল ক্লাব।
রবিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে জানিয়ে দেওয়া হয় ডেস বাকিংহামের বিদায়ের কথা। সেই নিয়ে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। বলাবাহুল্য, গত কয়েক ম্যাচ ধরে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি বাকিংহামের দল। যার মধ্যে গত বুধবার নিজেদের ঘরের মাঠে ও ধরাশায়ী হতে হয়েছিল অক্সফোর্ড ইউনাইটেডকে। সবদিক মাথায় রেখেই তাঁকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।
তবে অক্সফোর্ড ইউনাইটেডে নিজের ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন বাকিংহাম। কিন্তু এবার তাঁকে নিয়ে খুশি নয় ম্যানেজমেন্ট। সেজন্য বাকিংহামকে বিদায় জানিয়ে নয়া কোচের নাম ঘোষণা করার পথে এই ফুটবল ক্লাব।