ISL জয়ী দলে পা রাখলেন সবুজ-মেরুনের এই প্রাক্তন তারকা

Former Mohun Bagan SG Star Tiri Joins ISL Champions

গত কয়েকমাস ধরেই মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) দলের অন্যতম তারকা ফুটবলার তিরির (Tiri) অবস্থান নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। গত আইএসএল (ISL) জয়ের পর দলের সতীর্থদের সঙ্গে থাকলেও নয়া মরশুমে তার থাকা নিয়ে রীতিমতো তৈরি হয়েছিল ধোঁয়াশা।

তবে মোহনবাগান দলের হয়ে প্রথম একাদশে যে তার আর থাকা হবে না তা নিশ্চিত হয়ে গিয়েছিল একপ্রকার। যারফলে স্বাভাবিকভাবেই দল ছাড়ার কথা শোনা গিয়েছিল এই তারকা ফুটবলারের তরফ থেকে। কিন্তু কলকাতার এই প্রধান ছেড়ে কোথায় যেতে পারেন তিরি? সেই নিয়ে দেখা দিয়েছিল জোর জল্পনা। তবে সমস্ত কিছুর উত্তর মিলল এবার।

   

এবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন আইএসএল মরশুমের জন্য বাকিংহ্যামের মুম্বাই সিটি এফসিতে যোগ দিলেন সবুজ-মেরুন দলের এই প্রাক্তন তারকা। আজ কিছুক্ষন আগেই মুম্বাই সিটি এফসির তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় এই তারকা ফুটবলারের যোগ দেওয়ার কথা। বিশেষ সূত্র মারফত খবর, আগামী একটি মরশুমের জন্য এই তারকা ডিফেন্ডার কে দলে টানল মুম্বাই সিটি ম্যানেজমেন্ট।

বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এই বিদেশি ফুটবলার কে রিলিজ করে দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। কিছুদিন ফ্রি এজেন্ট হিসেবে থাকলেও সুযোগ বুঝে তাকে দলে টেনে নেয় মুম্বাই সিটি এফসি।

পূর্বে এএফসি কাপ খেলতে গিয়ে পায়ে পায়ে চোট পেয়েছিলেন এই তারকা ডিফেন্ডার। তারপর থেকে আর আইএসএলের ম্যাচে নামা হয়ে ওঠেনি এই ফুটবলারের। শেষবার গত সুপার কাপে গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলতে নামলেও এবার দল বদল করলেন তিরি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন