Mohun Bagan: চল্লিশ বছর বয়সেও গোল করে চলেছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

বয়সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন মোহনবাগানে (Mohun Bagan) খেলে যাওয়া ড্যারেল ডাফি (Darryl Duffy)। ২০২৩-২৪ মরসুমে করেছেন বেশ কিছু গোল। সনি নর্দের কথা মোহনবাগান সমর্থকরা ভুলতে…

former mohun bagan footballer darryl duffy scoring goals at 40

বয়সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন মোহনবাগানে (Mohun Bagan) খেলে যাওয়া ড্যারেল ডাফি (Darryl Duffy)। ২০২৩-২৪ মরসুমে করেছেন বেশ কিছু গোল।

সনি নর্দের কথা মোহনবাগান সমর্থকরা ভুলতে পারবেন না। বাগান সমর্থকদের কাছে তিনি কিংবদন্তিতুল্য। সনি নর্দের সঙ্গে আরো একজন বিদেশি বেশ কিছু গোল করেছিলেন মোহনবাগানের হয়ে। তিনি ড্যারেল ডাফি। কলকাতা ময়দানের বৃষ্টি ভেজা কাদা মাঠেও মানিয়ে নিয়েছিলেন স্কটল্যান্ডের এই স্ট্রাইকার।

   

East Bengal: ট্রানস্ফার ফি দিয়েই ফুটবলার আনতে পারে ইস্টবেঙ্গল

ড্যারেল ডাফির বয়স এখন চল্লিশ বছর। আধুনিক ফুটবল অনুযায়ী অবসর নেওয়ার বয়স হয়েছে অনেক দিন আগেই। কিন্তু তিনি থিম থাকেননি। চল্লিশেও খেলেছেন, গোল করেছেন। ২০২৩-২৪ মরসুমে তিরিশের বেশি ম্যাচে অংশ নিয়েছেন ড্যারেল ডাফি।

নিজের দেশের ক্লাব Largs Thistle F.C.-এর হয়ে খেয়েছেন ড্যারেল ডাফি। স্কটিশ লিগ প্রিমিয়ার ডিভিশন (পশ্চিম)-এ খেলে এই ক্লাব। ১৮৮৯ সালে পথ চলা শুরু করেছিল Largs Thistle F.C । প্রিমিয়ার ডিভিশনে ক্লাবের পারফরম্যান্স বেশ ভাল। ২০২৩-২৪ মরসুমে কর্ম তালিকার পঞ্চম স্থানে অবস্থান করেছে ক্লাব। ৩০ ম্যাচে পেয়েছে ৩৫ পয়েন্ট। ক্লাবের এই পারফরম্যান্সের পিছনে অবদান রেখেছেন ড্যারেল ডাফি।

East Bengal: পাঞ্জাব এফসির ঘরের ছেলেকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল!

Largs Thistle F.C.ওয়েবসাইট থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, স্কটিশ প্রিমিয়ার ডিভিশন (পশ্চিম)-এ ২২ ম্যাচে ৬ গোল করেছেন ড্যারেল, দেখেছেন একটি লাল কার্ড। স্কটিশ জুনিয়র কাপে চার ম্যাচে করেছেন এক গোল। সাউথ চ্যালেঞ্জ কাপে ৩ ম্যাচে ১ গোল, ওয়েস্ট অফ স্কটল্যান্ড কাপে ২ ম্যাচে ১ গোল করেছেন ড্যারেল ডাফি। সব মিলিয়ে ২০২৩-২৪ মরসুমে ৩১ ম্যাচে করেছেন ৯ গোল।

 

Mohammedan SC: ব্রাজিলের নামকরা ফুটবলারকে দলে নিতে পারে মহামেডান

কেরিয়ারের সময়ে একাধিক নামকরা ক্লাবে খেলেছেন ড্যারেল ডাফি। হাল সিটি, ব্রিস্টল রোভার্স, সোয়ানসি সিটিতে খেলেছেন। মোহনবাগানেই হয়ে খেলেছিলেন ২০১৬-১৭ মরসুমে। বাগানের হয়ে ঘরোয়া লিগে ভাল পারফর্ম করেছিলেন তিনি। সবুজ মেরুন জার্সিতে রয়েছে বেশ কিছু গোল।