ISL -এ বড় দায়িত্ব পেলেন মোহনবাগানের প্রাক্তন কোচ

ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দশম সংস্করণ শুরু হওয়ার আগে বড় দায়িত্ব পেলেন মোহনবাগানের প্রাক্তন কোচ। টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হওয়া নতুন ক্লাব দায়িত্ব দিয়েছে তার কাঁধে। সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে অভিজ্ঞ বাঙালি প্রশিক্ষককে।

shankarlal chakraborty

ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দশম সংস্করণ শুরু হওয়ার আগে বড় দায়িত্ব পেলেন মোহনবাগানের প্রাক্তন কোচ। টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হওয়া নতুন ক্লাব দায়িত্ব দিয়েছে তার কাঁধে। সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে অভিজ্ঞ বাঙালি প্রশিক্ষককে।

মোহনবাগানে কোচিং করিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছিলেন শংকরলাল চক্রবর্তী। দলকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি। সহকারী কোচের পদ থেকে প্রধান কোচের দায়িত্ব তাকে অর্পণ করেছিল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। কোচিং কেরিয়ারে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন শংকরলাল।

   

মোহনবাগানের হয়ে কোচিং করানোর পর শংকরলাল চক্রবর্তীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মৃদুভাষী এই প্রশিক্ষক ধারাবাহিকভাবে পালন করেছেন কলকাতা ময়দানের নামকরা একাধিক ক্লাবের গুরু দায়িত্ব। কোচিং করিয়েছেন আই লীগেও। এবার তাকে দেখা যাবে ইন্ডিয়ান সুপার লীগে।

সম্প্রতি জানা গিয়েছে পাঞ্জাব এফসি ভারতীয় সহকারী কোচ হিসেবে ৪৭ বছর বয়সী এই কোচকে নিযুক্ত করেছে। গত মরসুমের আই লীগ সেরা হয়েছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। তারা এবার ইন্ডিয়ান সুপার লীগে। ট্রান্সফার উইন্ডোতে বুদ্ধিমত্তার সঙ্গে দল গঠন করেছে ক্লাব। নামীদামী বিদেশি সহ স্কোয়াডে রয়েছেন ভালো মানের একাধিক স্বদেশী ফুটবলার। গ্রিসের Staikos Vergetis দলের প্রধান কোচ। তার সহকারী হচ্ছেন শংকরলাল চক্রবর্তী।