Durand Cup: কোথায় দেখা যাবে আজ ডুরান্ড সেমিফাইনালের ম্যাচ? জানুন

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছিল দেশের ঐতিহ্যবাহী কাপ টুর্নামেন্ট। ডুরান্ড কাপ ( Durand Cup)।

Durand Cup

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছিল দেশের ঐতিহ্যবাহী কাপ টুর্নামেন্ট। ডুরান্ড কাপ ( Durand Cup)। যা নিয়ে বহু আগে থেকেই ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে। তাছাড়া এই টুর্নামেন্ট শুরুর আগে গোটা দেশ জুড়ে আয়োজিত ডুরান্ড ট্যুর যেন বাড়তি উন্মাদনা তৈরি করেছিল সকলের মধ্যে। স

বার শেষে কলকাতায় এসে পৌঁছায় ডুরান্ড ট্রফি। তারপর নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজিত ম্যাচের পাশাপাশি গত ১২ ই আগস্টের ডার্বিতে ও যথেষ্ট জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। বর্তমানে সেই গ্রুপ পর্ব শেষ হয়ে সেমিফাইনালে এসে পৌঁছেছে এবারের এই ডুরান্ড কাপ। যেখানে আজ মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও আইএসএলের আরেক শক্তিশালী ক্লাব নর্থইস্ট ইউনাইটেড। তারপর আগামী ৩১ তারিখ এফসি গোয়ার মুখোমুখি হবে কলকাতার আরেক প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল।

   

কিন্তু কোথায় দেখা যাবে ম্যাচ? গতবছর স্পোর্টস ১৮ চ্যানেলে দেখানো হলেও এবার বদলে গিয়েছে সেটি। নয়া চুক্তি অনুযায়ী, আগামী দুইটি মরশুমের জন্য এই ফুটবল টুর্নামেন্টের সমস্ত খেলা দেখানোর দায়িত্ব নিয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক। যারফলে, গত ৩রা আগস্ট থেকে শুরু হওয়া ২৪ দলের এই ফুটবল টুর্নামেন্টে আগের থেকে অনেকটাই বেড়েছিল ম্যাচের সংখ্যা।

তবে প্রথম দিকে ম্যাচগুলির সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসের “টেন টু” চ্যানেলে সম্প্রচারিত হলেও বর্তমানে বেশকিছু সমস্যার দরুন ডুরান্ড কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, যে এবারের সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচের সরাসরি সম্প্রচার হবে সোনি “টেন ওয়ান” চ্যানেলে। তাছাড়া যদি কেউ টেলিভিশনের বদলে অনলাইনে ম্যাচ উপভোগ করতে চায় তাহলে তাদের নজর রাখতে হবে বিভিন্ন লাইভস্ট্রিমিং সাইটে। যার মধ্যে অন্যতম হল “সোনিলিভ”।