Inter Kashi FC: ইন্টার কাশীতে যোগ দিতে চলেছেন মহামেডানের প্রাক্তন ফুটবলার

Nikola Stojanovic Set to Join Inter Kashi FC

গত মরসুম থেকেই ভারতীয় ক্লাব ফুটবলে পথ চলা শুরু ইন্টার কাশী এফসির (Inter Kashi FC)। বারাণসীর একমাত্র ফুটবল ক্লাব হিসেবে আইলিগের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই ক্লাব। যেখানে আইএসএল খেলা একাধিক দেশী ও বিদেশি ফুটবলারদের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। বহু প্রত্যাশা নিয়ে আইলিগ অভিযান শুরু করলেও চূড়ান্ত সাফল্য আসেনি। সেই ব্যর্থতা ভুলে নতুন কোচের তত্ত্বাবধানে সেজে উঠছে ইন্টার কাশী।

Advertisements

সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে নিকোলা স্টোজানোভিকের (Nikola Stojanovic) নাম। গত মরসুমে আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কলিঙ্গ সুপার কাপে খেলেছিলেন কয়েকটি ম্যাচ। পরবর্তীতে আর সেভাবে নিজেকে প্রমান করতে পারেননি এই মিডফিল্ডার। স্বাভাবিক ভাবেই নয়া সিজনে তাঁকে রাখতে খুব একটা আগ্ৰহ দেখায়নি গোকুলাম।

   

যতদূর খবর, এই বিদেশি মিডফিল্ডারকে দলে নিতে চাইছে বারাণসীর ইন্টার কাশী। সেইমতো উভয়পক্ষের কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক এগোলে পরবর্তী সপ্তাহের মধ্যেই স্টোজানোভিকের যোগদানের কথা ঘোষনা করতে পারে ইজুমি আরাতার ফুটবল ক্লাব।

গত ২০২১ সালে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ও যুক্ত ছিলেন সার্বিয়ান তারকা। সাদা-কালো জার্সিতে গোল করার পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও থেকেছে স্টোজানোভিকের। প্রিমিয়ার ডিভিশন লিগের পাশাপাশি ডুরান্ড কাপে ও নজর কেড়েছিলেন তিনি। এমনকি আইলিগে ও দলের হয়ে অধিনায়কত্ব করেছিলেন মাঝমাঠের এই ফুটবলার।

নয়া মরসুমে আদৌ কতটা সক্রিয় হতে পারেন নিকোলা স্টোজানোভিক, সেটাই দেখার। তবে যতদূর খবর এই তারকা ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ইন্টার কাশী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements