সম্প্রতি সময়ে ভারতের মাটিতে খেলা অন্যতম সেরা বিদেশি ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম। টানা তিনটি মরসুম ছিলেন ভারতে। অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছিলেন ফুটবল প্রেমীদের পছন্দের ফুটবলার। সেই Peter Hartley দিলেন একটি খুশির খবর।
Peter Hartley-কে ভারতীয় ফুটবল প্রেমীরা এখনও মনে রেখেছেন নিশ্চই। ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব জামশেদপুর এফসির মাঝমাঠের হৃৎপিণ্ড ছিলেন এই ফুটবলার। ২০২০-২৩ পর্যন্ত ইস্পাত নগরীর ক্লাবের হয়ে খেলেছেন। অংশ নিয়েছিলেন প্রায় পঞ্চাশটি ম্যাচে, করেছিলেন বেশ কিছু গোল। জামশেদপুর এফসি ছাড়া ভারতের অন্য কোনো ক্লাবে খেলেননি। ভারতে খেলার পর ফিরে গিয়েছিলেন নিজের দেশ ইংল্যান্ডে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ খুশির খবর ভাগ করে নিয়েছেন পিটার। আইরিশ ফুটবল অ্যাসসিয়েশন থেকে সাফল্যের সঙ্গে পেয়েছেন UEFA A Diploma সার্টিফিকেট। দীর্ঘ ফুটবল কেরিয়ারের পাশাপাশি এই সম্মান পেয়ে পিটার হার্টকে যারপরনাই খুশি। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজের আবেগ। ছবির সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘গাড়ি চালানো শেখার মতো। বিগত ১৮ বছরে একাধিক চমৎকার ম্যানেজার এবং প্রশিক্ষকের তত্ত্বাবধানে যে সময় কাটিয়েছে, সেই অভিজ্ঞতার সঙ্গে এই সার্টিফিকেটের তুলনা করা চলে না। পরের লক্ষ্যের দিকে আরও এক ধাপ।’
Like learning to drive. This certificates doesn’t come close to the 18 years of experience I’ve gathered playing under some fantastic managers and coaches. Onto the next one ⚽️ pic.twitter.com/pukiihLZwH
— Peter Hartley (@PeterHartley88) July 24, 2023