ভারতের প্রাক্তন ক্রিকেট (Former Indian Cricketer)তারকা বিনোদ কম্বলি (Vinod Kambli) সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি (Health Deteriorates) হওয়ার কারণে হাসপাতালে ভর্তি। শনিবার রাতে তাঁকে থানের আকৃতী হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তার শারীরিক অবস্থা এখনও সংকটমুক্ত নয়। এই খবরটি প্রথম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে কম্বলিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় একটি ভিডিওতে ধরা পড়তে দেখা যায়, তবে তিনি দর্শকদের উদ্দেশ্যে একটি থাম্বস আপ চিহ্ন দেখিয়েছিলেন।
স্বস্তি ভারতীয় শিবিরে! অনুশীলনে অনুপস্থিত এই অজি ক্রিকেটার
In pictures: Cricketer Vinod Kambli’s condition deteriorated again, leading to his admission at Akriti Hospital in Thane late Saturday night. His condition is now stable but remains critical. pic.twitter.com/7NBektzQ54
— IANS (@ians_india) December 23, 2024
সম্প্রতি কম্বলিকে নিয়ে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যার ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়। কয়েক সপ্তাহ আগে, তিনি মুম্বাইয়ের শিবাজী পার্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশ নেন, যেখানে ভারতের প্রাক্তন ক্রিকেট কোচ রামাকান্ত আচারেকরের স্মৃতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থাকাকালীন, এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে অনেকটা অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছিল, যা তাঁর শারীরিক সমস্যার ইঙ্গিত হিসেবে অনেকেই ধরে নেন।
জোড়া পদক জিতে ইতিহাস গড়েছিলেন মনু, নাম উঠল না মনোনয়নে
কম্বলি অবশ্য তার স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে, গত এক মাসে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তিনি বলেন, “আমি এখন অনেকটাই ভালো আছি। তবে কিছুদিন আগে আমি খুবই অসুস্থ ছিলাম। আমার মূত্রনালী সংক্রমণ ছিল, যার কারণে শরীরে অনেক ধরনের সমস্যা হচ্ছিল। তবে আমার স্ত্রী এবং সন্তানরা আমার পাশে দাঁড়িয়ে আমাকে পুরোপুরি সাহায্য করেছে। তারা আমাকে তিনটি হাসপাতালেও নিয়ে গিয়েছিল, এবং স্ত্রী আমাকে বলেছিলেন, ‘তোমাকে সুস্থ হতে হবে’। এছাড়া প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজয় জাদেজা আমাকে দেখতে এসেছিলেন, এটি খুবই ভাল লেগেছিল।”
বক্সিং-ডে টেস্টে বাদ পড়ছেন রোহিত? রইল সম্ভাব্য পরিবর্ত ক্রিকেটার
তিনি আরও জানান, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, একদিন হঠাৎ করেই তার মাথা ঘুরে পড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে কে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। “এটা ছিল এক মাস আগে। আমার মাথা ঘুরে গিয়ে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। তখন ডাক্তার আমাকে ভর্তি হতে বলেছিলেন,” বলেন তিনি।
Today meet great cricketer vinod kambli sir in AKRUTI hospital pic.twitter.com/3qgF8ze7w2
— Neetesh Tripathi (@NeeteshTri63424) December 23, 2024
বিনোদ কম্বলি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তাঁর ও সাচিন তেন্ডুলকর একসাথে ক্রিকেট খেলার যুগ ছিল ভারতীয় ক্রিকেটের সোনালী সময়। তবে, খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পর তিনি বেশ কিছু ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার সম্মুখীন হন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে খবর এসেছিল, কিন্তু বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, যা তার ভক্তদের জন্য স্বস্তির খবর।
নিজাম শহরের বিরুদ্ধে কেন অতিরিক্ত সতর্ক পেদ্রো বেনালি?
ক্রিকেট প্রেমীরা বিনোদ কম্বলির দ্রুত আরোগ্য কামনা করছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর, ক্রিকেটের অনুরাগীরা তার জন্য দোয়া করেছেন। আশা করা যাচ্ছে, তিনি শীঘ্রই পুনরায় সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আগের মতোই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।