HomeSports NewsMS Dhoni: ধোনির অদ্ভুত বাইক-প্রীতি ফাঁস করলেন ভেঙ্কটেশ প্রসাদ

MS Dhoni: ধোনির অদ্ভুত বাইক-প্রীতি ফাঁস করলেন ভেঙ্কটেশ প্রসাদ

- Advertisement -

২০১৮ সাল। আইপিএল কোয়ালিফায়ারে হরভজন সিংহকে না খেলানো নিয়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সেই বহুল প্রচলিত কথা, “আমার বাড়িতে আনেক গাড়ি বাইক আছে। কিন্তু সব তো এক সাথে চড়ি না আমি।”

ধোনির ঘরে যে সত্যিই অনেক বাইক, একথা কারর অজানা নয়। বাইক নিয়ে ধোনির সখ ভালোবাসাও প্রবল। রাঁচির রাস্তায় মাঝে মধ্যেই বাইক নিয়ে টহল দিতে দেখা যায় ধোনিকে। তবে ধোনির বাইকের বিশাল সম্ভার এবার প্রকাশ্যে আনলেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ভেঙ্কটেশ প্রসাদ।

   

টুইটারে ধোনির বাইক সংগ্রহশালার একটি ভিডিও প্রকাশ করে প্রসাদ লেখেন, “আমি এরকম ওন্মাদ কখনো দেখিনি। অদ্ভুত সংগ্রহ এবং অদ্ভুত একজন মানুষ এমএসডি। এটি তাঁর রাঁচির বাড়িতে তাঁর বাইক এবং গাড়ির সংগ্রহের একটি ঝলক।”

পুরো ভিডিও জুড়েই প্রায় ধোনি পত্নী সাক্ষী এবং প্রসাদের আলাপচারিতা শোনা যায়। বার বার অবাক হয়ে যেতে শোনা যায় প্রসাদকে। এক ফাঁকে বলেই ফেললেন, “এ তো আস্তো একটা বাইক শোরুম হয়ে যাবে।”

তা মন্দ বলেননি প্রসাদ! পূর্বে নানা সূত্র মারফত জানা যায় যে ধোনির ঘরে রাজদূত, কাওয়াসাকি নিনজা, হারলে ডেভিডসন, বা টিভিএস রনিন ক্রুজার ইত্যাদি মতো নানা এলাহি বাইক রয়েছে।

বেচারি সাক্ষী পর্যন্ত বার বার জিজ্ঞেস করছিলেন ধোনির এই অদ্ভুত সখের কথা। ধোনি উত্তর দেন, “আমার সবই তো নিয়ে নিয়েছো। আমার তো কিছু থাকতে হবে। এটাই থাকতে দিয়েছো তুমি।”

এর আগেও ধোনির বাইক উন্মাদনা নিয়ে সাক্ষী বলেছিলেন, ধোনির সবচেয়ে প্রিয় ‘খেলনা’এই বাইকগুলো।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular