Sourav Ganguly: ‘ওদের যুদ্ধটা করতে দিন’ কুস্তিগিরদের পাশে সৌরভ

Sourav Ganguly

মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতন (sexual harassment) করা হয়েছে। এই অভিযোগে গত তিন মাস আগে থেকেই ধর্না জারি রেখেছিলেন কুস্তিগিররা। জাতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভুষণ শরণ সিংহকে গ্রেফতারের দাবিতে গত ২৩ এপ্রিল থেকে ধর্না চলছে। এবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

শুক্রবার এক অনুষ্ঠান থেকে তিনি বলেন, ওঁদের যুদ্ধটা করতে দিন। আমি জানি না কি হয়েছে সেখানে। আমি শুধুমাত্র খবরের কাগজে পড়েছি। আমি একটা জিনিস উপলব্ধি করেছি, যে বিষদে না জেনে কোনও বিষয়ে কিছু বলা ঠিক নয়। আমি আশা করছি যে সমস্যা চলছে, সেটার সমাধান হবে। কুস্তিগিররা অনেক পদক জয়লাভ করেছেন। তাঁরা দেশের নাম উজ্জ্বল করেছে।

   

দেশের প্রথম সারীর কুস্তিগিররা দিল্লির যন্তর মন্তরে ধর্নায় সামিল। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কিন্তু সেই বৈঠকে সমাধান সূত্র বের হয়নি। তাই তিন মাস পর ফের ধর্নায় বসেছেন কুস্তিগিররা। তাঁদের অভিযোগ, পুলিশ তাঁদের অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেননি। ব্রিজভূষণ না গ্রেফতার হওয়া অবধি আমরা কোথাও যাচ্ছি না। নেতৃত্বে রয়েছেন বজরং পুনিয়া, ভীনেশ ফোগাট এবং সাক্ষী মালিক।

ব্রিজ ভুষণের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, দিল্লি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে। কুস্তিগিরদের উদ্দেশ্যে বলেন, তদন্ত শেষ হয়ে গেলে কুস্তিগিরদের দাবি পুরণ করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন