হারলেও ATK Mohun Bagan-কে সময় দিতে চান মানস ভট্টাচার্য

তারকাখচিত মোহনবাগান  (ATK Mohun Bagan) দল ডুরান্ডের (Durand Cup) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। আই লিগ ক্লাব রাজস্থান এফসির কাছে ৩-২ গোলে হেরে গিয়েছে ফেরান্দোর…

Former footballer Manas Bhattacharya

তারকাখচিত মোহনবাগান  (ATK Mohun Bagan) দল ডুরান্ডের (Durand Cup) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। আই লিগ ক্লাব রাজস্থান এফসির কাছে ৩-২ গোলে হেরে গিয়েছে ফেরান্দোর মোহনবাগান। দলের খেলা দেখে রীতিমতো হতাশ সমর্থকরা।

দলের ডিফেন্স নিয়ে তারা আতঙ্কিত হয়ে গিয়েছেন। যাকে নিয়ে এত উৎসাহ ছিল সেই পোগবা একরকম হতাশ করেছেন। রক্ষণে দলকে ভরসা দিতে পারেননি। দলের এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গিয়েছেন সবুজ মেরুন সমর্থকরা। যদিও প্রথম ম্যাচ থেকে কোন মন্তব্য করা উচিত নয় বলে মনে করছেন

   

ATK Mohun Bagan

প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। মোহনবাগানে হার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ম্যাচটা আমি দেখিনি। তবে প্রথম ম্যাচ, এই দলটাকে সময় তো দিতেই হবে। দলে অনেক নতুন ফুটবলার এসেছেন ।তাই সেট হতে সময় লাগবেই। প্রথম ম্যাচ দেখেই কোন মন্তব্য করা উচিত নয়।’

পাশাপাশি তিনি বলেন, ‘মোহনবাগান অনেক গোল মিস করেছে। রাজস্থানের মত দলের বিরুদ্ধে এত গোল মিস করলে হয় না। এত গোল মিস করলে কোন খেলার রেজাল্ট হয় না। সুযোগ কাজে লাগাতেই হবে। গোলই শেষ কথা। তাই গোল না করলে দলের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। সুযোগ কাজে লাগাতেই হবে পরের ম্যাচে।’

তিনি মনে করেন মোহনবাগান সমর্থকদের এত হতাশ হওয়ার কিছু নেই। এই প্রসঙ্গে মানষ বলেন, ‘এত হতাশ হওয়ার কিছু নেই। একটা ম্যাচ দেখেই অধৈর্য হলে হবে না, সময় দিতেই হবে।’

পোগবার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে মানষ বলেন,‘ খুব বড় ফুটবলার হলে নিশ্চয়ই ভারতবর্ষে খেলতে আসতো না। তবে ওকে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে।’