Punjab FC: নিজেদের প্রাক্তন ফুটবলারকে বড় দায়িত্ব দিল পঞ্জাব

গত ফুটবল মরশুমে যথেষ্ট দাপটের সাথে খেলে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব এফসি (Punjab FC)। তাই , এবারের নতুন সিজেনে আইএসএল খেলার ছাড়পত্র এসেছে তাদের কাছে।

Bikramjit Singh

গত ফুটবল মরশুমে যথেষ্ট দাপটের সাথে খেলে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব এফসি (Punjab FC)। তাই , এবারের নতুন সিজেনে আইএসএল খেলার ছাড়পত্র এসেছে তাদের কাছে। সেইমতো গোটা দলকে ঢেলে সাজাতে শুরু করে এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে, দল বদলের বাজারে নজর রাখার পাশাপাশি নিজেদের বহু তারকা ফুটবলারদের ও চূড়ান্ত করতে শুরু করে আইলিগ জয়ীরা।

সেইমতো তাদের দলের পুরোনো ফুটবলার তথা স্প্যানিশ তারকা জুয়ান মেরার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেয় পাঞ্জাবের এই ফুটবল ক্লাব। এছাড়াও, সময় যতো এগিয়েছে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদেরকে দলে টানতে থাকে পাঞ্জাব। যাদের মধ্যে রয়েছেন মাদিহ তাতাল থেকে শুরু করে অভিষেক সিং, পরমবীর সহ মেলরয়ের মতো তারকা। এছাড়াও সার্বিয়ার জাতীয় দলের এক প্রাক্তন ফুটবলার ও যুক্ত হয়েছেন এই দলে।

তবে শুধু দল গঠন নয়, সাপোর্টিং স্টাফ নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে থাকে এই নয়া দলের তরফ থেকে। সেইমতো এবার বড়সড় দায়িত্ব পেল বিক্রমজিৎ সিং। একটা সময় পাঞ্জাব দলের হয়ে মাঠ কাপিয়েছিলেন তিনি। বহু ম্যাচে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দেশীয় তারকার। পরবর্তী সময়ে অন্যত্র চলে গেলেও এবার নতুন দায়িত্ব নিয়ে পাঞ্জাব এফসিতে ফিরছেন বিক্রমজিৎ।

যতদূর জানা গিয়েছে, এবারের এই ফুটবল মরশুমে টেকনিক্যাল লিড হিসেবে রাখা হচ্ছে তাকে। যারফলে, এবার থেকে দলের উদিয়মান ফুটবলারদের দিকে বাড়তি নজর দেওয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নয়া প্রতিভার সন্ধান করাই অন্যতম লক্ষ্য থাকবে এই প্রাক্তন তারকার।

বর্তমান সময়ে দাঁড়িয়ে নয়া প্রতিভার সন্ধানে বিবিধ পদক্ষেপ নিতে শুরু করেছে আইলিগ থেকে শুরু করে আইএসএলের ফুটবল দলগুলি। দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের ফুটবল অ্যাকাডেমি তৈরি করার পাশাপাশি নয়া প্রতিভার সন্ধান করে তাদের সঠিক সুযোগ দেওয়াই অন্যতম লক্ষ্য সকলের। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে এই আইলিগ জয়ী ফুটবল ক্লাব।