Babu Mani passed away: প্রয়াত প্রাক্তন ফুটবলার বাবু মানি

Former footballer Babu Mani passed away

১৯৮০ দশকে কলকাতা ফুটবল যারা দেখেছেন তাদের কাছে ফুটবলার বাবু মানি (Babu Mani) অতি পরিচিত একটি নাম এবং মুখ।সেই বাবু মানি আজ আর নেই। লিভারের অসুখে ভুগছিলেন প্রাক্তন এই ফুটবলার।

Advertisements

শনিবার সন্ধ্যেতে, মাত্র ৬১ বছর বয়সে প্রাক্তন এই ফুটবলার বাবু মানির প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে।ইডেন গার্ডেনে অনুষ্ঠিত সর্বশেষ কলকাতা ডার্বিতে মোহনবাগানের হয়ে গোল স্কোরার ছিলেন প্রয়াত এই ফরোয়ার্ড।

   
Advertisements

১৯৮৩ সালে বেঙ্গালুরুর থেকে বাবু মানি কলকাতায় খেলতে এসেছিলেন। প্রথম ক্লাব ছিল মহমেডান স্পোর্টিং। ওই সময় থেকেই টানা দু’দশক কলকাতার তিন প্রধানে দাপটের সঙ্গে খেলেছেন বাবু মানি। সৈয়দ নঈমুদ্দিন ইস্টবেঙ্গলে কোচিং করার সময়ে বাবু মানি লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে ছিলেন।১৯৮৪ সালে ভারতের হয়ে AFCএশিয়ান কাপ খেলেছিলেন প্রয়াত এই প্রাক্তন ফুটবলার। প্রয়াত এই প্রাক্তন ফুটবলার বাবু মানি রেখে গেলেন স্ত্রী, পুত্র, কন্যাকে।