ATK Mohun Bagan: মোহনবাগান দল নিয়ে আশাবাদী অসীম বিশ্বাস

Former footballer Asim Biswas is optimistic about ATK Mohun Bagan team

ইস্টবেঙ্গল যখন আইএসএলে দল তৈরি করতে হিমশিম খাচ্ছে অন্যদিকে নিজেদের টিম তৈরি করে নিয়েছেন মোহনবাগান (ATK Mohun Bagan) কর্তারা। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস চলে গেলেও মোহনবাগান বেশ তৈরি দল। তারা অনেকদিন ধরেই অনুশীলন শুরু করে দিয়েছে। বেশ মনোযোগ সহকারে দলকে অনুশীলন বাগান কোচ জুয়ান ফেরা্ন্দো।

এই মোহনবাগান দলকে নিয়ে আশাবাদী প্রাক্তন ফুটবলার অসীম বিশ্বাস। মোহনবাগান এবার ডুরান্ডে বা অন্য প্রতিযোগিতায় কতটা ভালো পারফরম্যান্স করতে পারবে, এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , ‘আশা করা যায় এবার মোহনবাগানের রেজাল্ট ভালই হবে। ওরা অনেকদিন ধরেই প্র্যাক্টিস শুরু করে দিয়েছে। ভালো মানের বিদেশিও রয়েছে ।তাই ডুরান্ডে ভালো খেলবে আশাবাদী। শুধু তাই নয়, ডুরান্ডের পরে আইএসএল রয়েছে, আইএসএলে এই দলটা তৈরি হয়ে যাবে বলে মনে করছি।’

   

এবার মোহনবাগানে আক্রমণ ভাগে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস এর মত ক্ষুরধার স্ট্রাইকার নেই। তাতে অবশ্য কোন সমস্যা হবে না বলে মনে করছেন অসীম। তিনি বলেন, ‘ হ্যাঁ ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ ওরা খুবই ভালো স্ট্রাইকার ছিলেন। দলটা বেশ তৈরি ছিল ।কিন্তু

বাকি যারা বিদেশি রয়েছেন তারাও খুব ভালো মানের । আমার মনে হয়না রয় কৃষ্ণ না থাকলেও আইএসএল এর কোন প্রভাব পড়বে। কারণ ডুরান্ড খেলার পর দলটা পুরো তৈরি হয়ে যাবে। আইএসএল এখনও দেরি আছে। তাই আইএসএল এর আগেই দল পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে আমি আশাবাদী ।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন