ইস্টবেঙ্গলকে ‘জিরো’ বলে বিস্ফোরক প্রাক্তন লাল হলুদ ফুটবলার

হারতে হারতে সেই দশে। গত মরসুমের প্রতিচ্ছবি এবারের মরসুমেও। নতুন কোচ নিয়োগ হওয়ার পর ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের অনেকে আশা করেছিলেন দল এবার ঠিকই ঘুরে…

Football Soumik Dey'

হারতে হারতে সেই দশে। গত মরসুমের প্রতিচ্ছবি এবারের মরসুমেও। নতুন কোচ নিয়োগ হওয়ার পর ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের অনেকে আশা করেছিলেন দল এবার ঠিকই ঘুরে দাঁড়াবে। কিন্তু কোথায় কি! ঘরের মাঠেও দল হেরে গিয়েছে।

ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে। হা হুতাশ করছেন লাল হলুদ সমর্থকরা। এরই মধ্যে ক্লাবের প্রাক্তন ফুটবলার সৌমিক দে’র মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। ম্যাচের পরেই সৌমিকের ছোটো একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। প্রিয় দলের এই পারফরম্যান্স দেখে তিনিও যথারীতি হতাশ।

সৌমিক দে’র মতে, কেরালা ব্লাস্টার্স ভারসাম্য যুক্ত দল। গতবারের থেকে এবারেও ওদের দল বেশ ভালো। তুলনায় ইস্টবেঙ্গল অনেকটা পিছিয়ে ছিল। সত্যি কথা বলতে এই ম্যাচে (ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, যুবভারতী) ইস্টবেঙ্গল একেবারে জিরো।

অনেকে লাল হলুদ কোচ Carles Cuadrat-এর সমালোচনা করছেন। সৌমিক কিন্তু কোচের পাশেই থেকেই। তার মতে, কোচ যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন ফুটবলাররা সেগুলো মেনে নিতে পারছে না বা মানিয়ে বিয়ে পারছে না। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ফুটবলারদের চেষ্টা করতে হবে। খেলোয়াড়রা মাঠে প্রয়োজনীয় কাজ করতে না পারলে কোচের কিছু করার থাকে না।