ইন্টার কাশিতে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

বৃহস্পতিবার আগস্ট মাসের শেষ দিনে পাওয়া গিয়েছিল একের পর এক দল বদলের খবর। যার মধ্যে একটি ইস্টবেঙ্গলের (East Bengal ) প্রাক্তন ফুটবলার Edmund Lalrindika সম্পর্কে।

edmund lalrindika

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে শেষ মুহূর্তে দল গঠনের কাজ শুরু করেছিল ভারতের বহু ক্লাব। বৃহস্পতিবার আগস্ট মাসের শেষ দিনে পাওয়া গিয়েছিল একের পর এক দল বদলের খবর। যার মধ্যে একটি ইস্টবেঙ্গলের (East Bengal ) প্রাক্তন ফুটবলার Edmund Lalrindika সম্পর্কে।

Edmund Lalrindika’র কথা ইস্টবেঙ্গল সমর্থকদের হয়তো এখনও মনে আছে। লাল হলুদ জার্সি পরে কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। মিজোরামের তরুণ এই ফরোয়ার্ডকে দেশের অন্যতম সেরা উদীয়মান ফরোয়ার্ড হিসেবে এক সময় গণ্য করা হতো। এখন তার বয়স ২৪ বছর। খাতায় কলমে এখনও বেঙ্গালুরু ফুটবল ক্লাবের খেলোয়াড়। ২০১৮ সাল থেকে যুক্ত রয়েছেন এই ক্লাবের সঙ্গে। তবে সুযোগ পেয়েছেন নামমাত্র। বেশিরভাগ সময় কাটিয়েছেন মাঠের বাইরে।

ফের ভারতীয় ফুটবলে প্রবেশ করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তৈরি করা হয়েছে ইন্টার কাশি। বলা বাহুল্য ভারতের বহু ক্লাবের থেকে নতুন তৈরি হওয়া ইন্টার কাশির বাজেট অনেকটাই বেশি। নতুন মরসুমে হয়তো আই লীগ খেলবে ক্লাব। তার আগে তৈরি হয়েছে স্কোয়াড, স্কোয়াডে তারকার ছড়াছড়ি। ইন্ডিয়ান সুপার লীগ খেলা ফুটবলারদের ভিড় রয়েছে ইন্টার কাশি স্কোয়াডে। লোনে একাধিক ফুটবলারকে দলের সঙ্গে যুক্ত করেছে ইন্টার কাশি।

Edmund Lalrindika নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি। ম্যাচ টাইম খুব একটা পাননি। ইস্টবেঙ্গলের হয়েও যে দারুণ কিছু করে দেখিয়েছিলেন এমনটা নয়। তবে তরুণ মিজো ফরোয়ার্ডকে নিয়ে আশা এখনও রয়েছে। ইন্টার কাশির হয়ে সুযোগ পেলে হয়তো ভালো কিছু করে দেখাবেন।