East Bengal ছেড়েই ভুল করেছিলেন হামতে ?

মোহনবাগান, ইস্টবেঙ্গল (East Bengal) দুই ক্লাবেই সমানভাবে ভাল খেলেছেন এরকম ফুটবলারের সংখ্যা কম। নামকরা অনেক ফুটবলার দল বদল করার পর নিজের চেনা ফর্ম হারিয়েছেন। ইস্টবেঙ্গল…

মোহনবাগান, ইস্টবেঙ্গল (East Bengal) দুই ক্লাবেই সমানভাবে ভাল খেলেছেন এরকম ফুটবলারের সংখ্যা কম। নামকরা অনেক ফুটবলার দল বদল করার পর নিজের চেনা ফর্ম হারিয়েছেন। ইস্টবেঙ্গল ছেড়ে হামতেও কি ভুল করেছেন?

ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন হামতে (Lalrinliana Hnamte)। সবুজ মেরুনে খুব বেশি সুযোগ পাননি। ২০২২ থেকে ২০২৩-২৪ মরসুম পর্যন্ত সুযোগ পেয়েছিলেন হাতে গোনা ম্যাচে। প্রথম একাদশে সুযোগ পেয়েছেন কম। শেষে বিদায়। বৃস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোহনবাগান সুপার জায়ান্ট জানিয়ে দিয়েছেন, হামতে ছাড়ছেন বাগান।

   

Kiyan Nassiri: বিদায় কিয়ান! পোস্ট করে জানিয়ে দিল মোহনবাগান

কিয়ান নাসিরি ও হামতের সঙ্গে আপাতত ছিন্ন হল মোহনবাগান সুপার জায়ান্টের সম্পর্ক। দুজনেই জার্সি বদল করতে চলেছেন।

 

ইস্টবেঙ্গলের হয়ে খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন হামতে। ২০২১-২২ মরসুমে ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি গায়ে প্রায় কুড়িটি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন গোল। দল হিসেবে এই মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ভাল না হলেও হামতের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো. প্রতিভাবান মিজো ফুটবলারকে দলে নিতে দেরি করেনি মোহনবাগান। ইস্টবেঙ্গল ছেড়ে হামতে যোগ দেন গোষ্ঠ পাল সরণী লাগোয়া ঐতিহ্যবাহী ক্লাবে।

হতাশায় ছেড়েছিলেন ইস্টবেঙ্গল, CFL-এ ১০ গোল করা সাগর এবার পুলিশে

দল বদল করার পর ক্রমে প্রচারের আলোকের বাইরে চলে যান হামতে। বেশিরভাগ সময় কেটেছে সাইড লাইনের ধারে। ২০২৩-২৪ মরসুমের বেশ কিছু ম্যাচে থ্রি ব্যাক ফর্মেশনে খেলেছিল মোহনবাগান। ক্রমে কমে গিয়েছিলেন হামতের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা। কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন পরিবর্তে ফুটবলার হিসেবে। তা-ও হাতেগোনা কিছু ম্যাচে। আগামী মরসুমে ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবেন আবার নিজের চেনা মেজাজে ফারুক এই ফুটবলার।