CFL: ইস্টবেঙ্গল-প্রাক্তনী শুভঙ্কর খেলবেন মেসার্সের হয়ে

বাংলার অন্যতম পুরোনো ক্লাব মেসার্স। তারা এবার খেলবে কলকাতা ফুটবল লিগের (CFL) প্রিমিয়ার ডিভিশন। ইতিমধ্যে দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন ক্লাব কর্তারা। শুভঙ্কর সানা…

former east bengal footballer Subhankar Sana will play for measures club in CFL

বাংলার অন্যতম পুরোনো ক্লাব মেসার্স। তারা এবার খেলবে কলকাতা ফুটবল লিগের (CFL) প্রিমিয়ার ডিভিশন। ইতিমধ্যে দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন ক্লাব কর্তারা। শুভঙ্কর সানা খেলবেন মেসার্সের হয়ে। গত মরসুমের সিএফএল-এ খেলেছিলেন রেইনবোর হয়ে।

   

বৈদ্যবাটির ছেলে শুভঙ্কর সানা নিজেকে ঘুরে প্রমাণ করতে চাইছেন নতুন করে। শুভঙ্কর জানিয়েছেন, এরিয়ান ক্লাবের হয়ে শুরু করেছিলেন কলকাতা ফুটবল লিগ খেলা। এরিয়ানে ছিলেন ২০১৫-১৮ মরসুমে। পরবর্তীকালে খেলেছিলেন কাস্টমস, টালিগঞ্জে। দেবজিৎ ঘোষ তাঁকে নিয়ে গিয়েছিলেন রেইনবোতে। শুভঙ্কর উইঙ্গার হিসেবে কেরিয়ার শুরু করলেও খেলতে পারেন মিডফিল্ড ও আক্রমণভাগে।

‘টপ গোলস্কোরার’কে বিদায় জানাল ISL ক্লাব

প্রিমিয়ার ডিভিশনে ভাল পারফরম্যান্স করার লক্ষ্যে মেসার্স ক্লাব নিশ্চিত করেছেন একাধিক অভিজ্ঞ ফুটবলারকে। মোহনবাগানে খেলা রবিনসন, মহামেডান স্পোর্টিং ক্লাবের ইমরান খান-রা খেলবেন মেসার্সের হয়ে।

former east bengal footballer Subhankar Sana will play for Measures Club in CFL
সিএফএল প্রিমিয়ার ডিভিশন খেলার পথে মেসার্স ক্লাব।

শুভঙ্কর সানা ইস্টবেঙ্গলের বয়স ভিত্তিক দলের হয়ে খেলেছিলেন। ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছিলেন। লাল হলুদের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলে হয়েছিলেন আই লিগ ২-এর রানার্স আপ। ২০১৯-২০ মরসুমে জামশেদুর এফসির হয়েও খেলেছিলেন আই লিগ ২। হয়েছিলেন ঝাড়খন্ড লিগ চ্যাম্পিয়ন।

CFL: শিল্টন পালের সঙ্গে খেলবেন ‘শট স্টপার’ কস্তুর

শুভঙ্করের দাদা ও বাবাও এক সময় ফুটবল খেলতেন। তাঁদের দেখেই ময়দানে আসা শুভঙ্কর সানার। বারো বছর বয়স থেকে খেলছেন ফুটবল। ফুটবল খেলা চালিয়ে যেতে চান শুভঙ্কর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের হয়ে খেলে হয়েছিলেন সেরা মিডফিল্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন পুরস্কার। সেই সঙ্গে চাকরির খোঁজে রয়েছেন। সংসারের দায়িত্ব এসেছে তাঁর কাঁধে। তাই পেশাদার ফুটবল কেরিয়ারের পাশাপাশি চাকরির আশায় রয়েছেন তিনি।