নতুন ক্লাবে যোগ দিচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার। যিনি আগে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলেছেন। লাল হলুদ জার্সি পরেই প্রথম ভারতের মাঠে তাঁর খেলা। ক্রমে এ দেশের তিন নম্বর ক্লাবে সই হয়ে গেল তাঁর।
২০১৯-২০ মরসুমে জুয়ান মেরা গঞ্জালেজকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। দল সার্বিকভাবে সফল না হলেও জুয়ানের খেলা অনেকের চোখে পড়েছিল। মাঝমাঠের সৃজশীল ফুটবলার। পাসিং দক্ষতা ভালো। মাঝ মাঠের পাশাপাশি দলের প্রয়োজনে উইংয়েও খেলতে পারেন।
২৮ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারের ফুটবল প্রোফাইল উল্লেখযোগ্য। স্পোর্টিং, সেল্টার মতো দলে খেলেছেন এক সময়। ২০১০-১৬ পর্যন্ত ছিলেন স্পোর্টিং বি দলে। খেলেছেন দেড়শোর বেশি ম্যাচ। সেলটা বি দলের হয়ে তিরিশের বেশি ম্যাচে নেমেছেন। দুই দলের হয়েই গোল করেছেন কিছু। ইস্টবেঙ্গলের হয়ে এক মরসুম খেলেছিলেন। প্রায় কুড়িটি ম্যাচ খেলে দুটি গোল করেছিলেন।
আই লিগ শুরু হওয়ার আগে জুয়ান মেরাকে সই করিয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব ফুটবল ক্লাব। শুক্রবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। গত মরসুমে নেরোকার হয়ে ভালো খেলেছিলেন।