Saturday, December 6, 2025
HomeSports NewsEast Bengal বাতিল এই বিদেশি এখন একজন প্রশিক্ষক

East Bengal বাতিল এই বিদেশি এখন একজন প্রশিক্ষক

- Advertisement -

অল্প সময়ের জন্য এসেছিলেন কলকাতায়। খেলেছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal ) হয়ে। গোটা পাঁচেক ম্যাচ খেললেও সেভাবে নিজের প্রতিভার পরিচয় দিতে পারেননি। গোল করেছিলেন। তবে সেটা যথেষ্ট ছিল না। অতএব লাল হলুদ শিবির থেকে প্রস্থান। ইস্টবেঙ্গলের প্রাক্তন এই বিদেশি ফরোয়ার্ড এখন একজন প্রশিক্ষক।

Advertisements

জেক জার্ভিসের (Jake Jervis) কথা ইতিমধ্যে অনেকেই হয়তো ভুলেছেন। গত বছর ইস্টবেঙ্গলের হয়ে কিছু ম্যাচে খেলেছিলেন। প্রচুর গোল মিস করেছেন। কেরিয়ার জুড়ে খেলেছেন বহু ক্লাবে। ইস্টবেঙ্গল ছাড়ার পরেও ইতিমধ্যে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। এরপর যুক্ত কাজ শুরু করেছেন একজন প্রশিক্ষক হিসেবে। 

   

জেক জার্ভিস বর্তমানে 23 Academy নামক একটি ফুটবল প্রশিক্ষণ সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। ট্যাকটিক্যাল, টেকনিকাল, ফিজিক্যাল ও মেন্টাল বিষয়ে সেখানো জয় ফুটবলারদের। জার্ভিসের সোশ্যাল মিডিয়া পোস্টে দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী, তিনিও এই অ্যাকাডেমিতে প্র্যাকটিস করান একজন প্রশিক্ষক হিসেবে। চলতি বছর থেকে এই অ্যাকাডেমিতে শুরু হয়েছে নতুন সেশন।

জেক জার্ভিস ফুটবলার হিসেবে অবসর নিয়েছেন কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাঁর বয়স এখন ৩২। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি এখনো ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। 

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular