ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে নিয়ে বাড়ছে উত্তাপ

এই সময় প্রবল সম্ভাবনাময় ফুটবলার হিসেবে উঠে এসেছিলেন এই ভারতীয় ফরোয়ার্ড। ইস্টবেঙ্গলের (East Bengal) লাল হলুদ জার্সি গায়ে সাড়া জাগিয়েছিলেন ময়দানে। পরে ক্রমে হারিয়ে যেতে বসেছিলেন তারকাদের ভিড়ে।

bidyashagar singh

এই সময় প্রবল সম্ভাবনাময় ফুটবলার হিসেবে উঠে এসেছিলেন এই ভারতীয় ফরোয়ার্ড। ইস্টবেঙ্গলের (East Bengal) লাল হলুদ জার্সি গায়ে সাড়া জাগিয়েছিলেন ময়দানে। পরে ক্রমে হারিয়ে যেতে বসেছিলেন তারকাদের ভিড়ে। ফের আলোচনায় ইস্টবেঙ্গলের প্রাক্তন ফরোয়ার্ড। গরম হচ্ছে দল বদলের বাজার।

Advertisements

ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার আগে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। খোলা রয়েছে ট্রান্সফার উইন্ডো। আগামী কয়েক দিনে আরো কিছু দল বদল দেখতে পারে ভারতীয় ফুটবল প্রেমীরা। ক্রমে আলোচনায় জায়গা করে নিচ্ছেন ইস্টবেঙ্গলের হয়ে এক সময় মাঠ কাঁপানো সেই বিদ্যাসাগর সিং (Bidyashagar Singh)।

কেরালা ব্লাস্টার্স এবারের ট্রান্সফার উইন্ডোর শুরু থেকে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। বিরাট অংকের আর্থিক জরিমানার পর সমস্যার মধ্যে রয়েছে ক্লাব। এই পরিস্থিতিতে একাধিক তারকাকে ফুটবলারকে ইতিমধ্যে বিদায় জানিয়েছে ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাব। নতুন ফুটবলারদেরও স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে ফুটবল মহলে গুঞ্জন, বিদায় জানানো ফুটবলারের তালিকা আরও দীর্ঘ হতে পারে।

Advertisements

অনেকের অনুমান, ট্রান্সফার উইন্ডোর অন্তিম লগ্নে দল বদল করতে পারেন বিদ্যাসাগর সিং। ইন্ডিয়ান সুপার লীগে নতুন সুযোগ পাওয়া পাঞ্জাব এফসি তাকে দলে নেওয়ায় ব্যাপারে আগ্রহী বলে খবর। তবে এখনই চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না। বিদ্যাসগর এখন ফর্মে রয়েছেন। কেরালার ক্লাবটির হয়ে ইতিমধ্যে করেছেন বেশ কিছু গোল। রয়েছে একটি হ্যাটট্রিক।