চ্যাম্পিয়নশিপে থাকার লক্ষ্যে এবার দল গড়েছে সার্দান সমিতি। বেশ কিছু দিন হল শুরু করেছে প্র্যাকটিস। জুনিয়র ও সিনিয়র ফুটবলারদের মেলবন্ধনে তৈরি হয়েছে। মাঝমাঠকে আরও মজবুত করার লক্ষ্যে বিবেক সিংকে (Vivek Singh) দলে নিয়েছে তারা।
বাংলার ফুটবলের পরিচিত মুখ বিবেক সিং। দুর্গাপুরের এই ফুটবলারের লক্ষ্য এবার কলকাতা ফুটবল লিগে ভাল ফলাফল করা। দলকে সুপার সিক্সের দৌড়ে রাখতে চাইছেন তিনি। গত মরসুমে বিবেক ছিলেন আই লিগের দল নেরোকা ফুটবল ক্লাবে।
ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিবেক সিং। লাল হলুদের রিজার্ভ দলের সদস্য ছিলেন। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে করেছিলেন গোল। তবে পরের দিকে শিতাব্দী প্রাচীন এই ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করার খুব বেশি সুযোগ পাননি তিনি। আরও বেশি সুযোগ পাওয়ার লক্ষ্যে যোগ দিয়েছিলেন আই লিগের ক্লাব নেরোকা এফসিতে।
আই লিগ ২০২৩-২৪-এ দল হিসেবে ভাল খেলতে পারেনি ক্লাব। বাংলার হয়ে খেলার লক্ষ্য রয়েছে বিবেকের। সার্দান সমিতির হয়ে আরও বেশি গেম টাইম পাবেন বলে আশা করছেন তিনি। কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ নিজের সেরাটা দিয়ে জাতীয় পর্যায়ের ফুটবলে অংশ নিতে চাইছেন তিনি।