আইপিএল ২০২৪-এ প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রোহিত শর্মার জায়গায় পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে মেনে নিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স (MI) সমর্থকদের একাংশ। তার ওপর আইপিএল ২০২৪-এ এমআই-এর পারফরম্যান্স ছিল হতাশজনক। পুরো আইপিএল জুড়ে তারকা অলরাউন্ডারকে উদ্দেশ্য করে ট্রোলিং করেছিলেন সমর্থকদের একাংশ।
Samir Murmu: করা হতে পারে ঘোষণা, বড় সুযোগ পেতে পারেন সমীর মুর্মু
আইপিএল ২০২৪-এ হার্দিক পান্ডিয়ার নিজের পারফরম্যান্সও বলার মতো ছিল না। সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ধারাবাহিকভাবে। টি২০ বিশ্বকাপ স্কোয়াডে হার্দিক না রাখার ব্যাপারেও সোশ্যাল মিডিয়ায় দাবি জানাতে শুরু করেছিলেন অনেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে কর্ণপাত করেনি। হার্দিক পান্ডিয়ার ওপর আস্থা রেখেছিল বিসিসিআই। আস্থার মর্যাদা দিয়েছেন তিনি। ফাইনাল ম্যাচের শেষ ওভারে বল করে ঘুরিয়েছিলেন ম্যাচের মোড়. তাঁর করা ওভারেই দুর্দান্ত ক্যাচটি নিয়েছিলেন সূর্যকুমার যাদব।
প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স হার্দিকের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। তিনি বিশ্বাস করেন যে এই ক্রিকেটার প্রতিটি এমআই ভক্তের হৃদয় জয় করেছেন। এবি ডি ভিলিয়ার্স অলরাউন্ডারকে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন।
Jamshedpur FC: ইস্টবেঙ্গল বাতিল ‘অ্যাটাকিং স্ট্রাইকার’-কে ধরে রাখল জামশেদপুর
নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড় মুম্বই ইন্ডিয়ান্সের উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন। গুজরাট থেকে মুম্বই এসে সব ধরনের সমালোচনার মুখে পড়েন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অধিনায়কের কাছ থেকে বল রিসিভ করেন তিনি। ওই মুহূর্তটা হার্দিকের জন্যই তৈরি করা হয়েছিল।’
ডি ভিলিয়ার্স বলেন, ‘তিনি সবাইকে গর্বিত করেছেন। কিন্তু যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন তাঁর প্রতি আমার শ্রদ্ধা অনেকটাই বেড়ে যায়। বড় মুহূর্তের জন্য বড় খেলোয়াড় এবং সে ঠিক একই রকম খেলেছে। যে সমস্ত মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা তাঁকে সন্দেহ করেছিলেন, আমি নিশ্চিত যে হার্দিক ভবিষ্যতের জন্য তাঁদের হৃদয়ে জায়গা তৈরি করেছেন। “