চলতি মরশুমে কিছুটা বিপর্যস্ত রয়েছে ম্যানচেস্টার সিটি (Manchester City)। কঠিন পরিস্থিতির মধ্যে শেষ ম্যাচে জয় পেয়েও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। সিটি এবার কঠিন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। তবে প্রিমিয়ার লিগে (Premier League) গত ম্যাচে ১-৫ গোলে আর্সেনালের কাছে হেরে তারা আরো চাপের মধ্যে পড়েছে। এই পরিস্থিতি থেকে দলের হাল ফেরাতে ইতিমধ্যে তিনটি নতুন ফুটবলারকে দলে নিয়েছে ম্যান সিটি। বিশেষ করে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে তরুণ মিডফিল্ডার নিকো গঞ্জালেজকে (Nico Gonzalez) দলে নিয়েছে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল। পোর্তো থেকে ৬০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩৮ কোটি টাকা) দিয়ে তাকে কিনেছে সিটি।
এফসি পোর্তো থেকে আসা নিকো গঞ্জালেজকে দলে নেওয়ার পেছনে আরেকটি কারণ হলো দলের অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রির অনুপস্থিতি। এসিএলে চোট পাওয়ার পর থেকে রদ্রি দীর্ঘ সময় মাঠের বাইরে। ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডারের অভাব অনুভব করছে ম্যান সিটি। পেপ গুয়ার্দিওলার ট্যাকটিক্সে মাঝমাঠের দখল নেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু রদ্রি না থাকায় তা ঠিকভাবে কাজ করছে না। তাই বিকল্প হিসেবে ২৩ বছর বয়সি নিকো গঞ্জালেজকে দলে নেওয়া হয়েছে।
View this post on Instagram
ম্যান সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত নিকো গঞ্জালেজ বলেন, “এটি আমার ক্যারিয়ারের সেরা সুযোগ। ২৩ বছর বয়সেই প্রিমিয়ার লিগে নিজেকে পরীক্ষা করতে চাই। এখানে অসংখ্য বিশ্বমানের ফুটবলার রয়েছেন এবং কোচ পেপ গুয়ার্দিওলা সম্পর্কে আমি অনেক কিছু জানি। এই ক্লাবে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন।”
নিকো গঞ্জালেজের ফুটবল কেরিয়ার শুরু হয়েছে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি থেকে। তিনি বার্সেলোনার সিনিয়র দলের হয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন। তবে প্রথম একাদশে সুযোগ না পেয়ে ২০২৩ সালে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোতে যোগ দেন। সেখানে ৬৮ ম্যাচে ৯টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করেন এই তরুণ মিডফিল্ডার। এবার প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স কেমন হয় তা সময়ই বলবে।
A message from Nico! 🩵👋 pic.twitter.com/VDbeFgJ1wG
— Manchester City (@ManCity) February 3, 2025
এটা স্মরণীয় যে, পেপ গুয়ার্দিওলা একসময় বার্সেলোনার কোচ ছিলেন এবং তার কোচিং কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন সেখানে। এখন দেখার বিষয় তিনি কাতালান ক্লাবের অ্যাকাডেমির প্লেয়ার দিয়ে ম্যান সিটির ভাগ্য বদলাতে পারেন কি না।