Transfer News: দল বদলের বাজারে ভেসে উঠল অ্যাথলেটিকো মাদ্রিদের প্রাক্তন ফুটবলারের নাম

Transfer News: এবারের দল বদলের বাজারে যা গতিবিধি তাতে মনে করা হচ্ছে চমক এখনও বাকি রয়েছে। সম্প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের আলোচনায় ঢুকে পড়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রাক্তন এক ফুটবলারের নাম।

Míchel Zabaco

Transfer News: এবারের দল বদলের বাজারে যা গতিবিধি তাতে মনে করা হচ্ছে চমক এখনও বাকি রয়েছে। সম্প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের আলোচনায় ঢুকে পড়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রাক্তন এক ফুটবলারের নাম। অনেকে মনে করছেন ইন্ডিয়ান সুপার লীগের কোনো ক্লাবে যোগ দিতে পারেন তিনি।

Advertisements

সম্প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের আলোচনায় প্রবেশ করেছেন Míchel Zabaco। স্প্যানিশ এই ডিফেন্ডারের সঙ্গে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডের যোগাযোগ রয়েছে বলে অনেকে মনে করছেন। মিচেলের পেশাদার ফুটবল প্রোফাইল চোখে পড়ার মতো। যুব কেরিয়ারের পাশাপাশি পেশাদার ফুটবলার হিসেবেও বেশ কয়েক বছর যুক্ত ছিলেন স্পেনের অন্যতম সেরা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে। স্পেনের সেগুন্দা ডিভিশন সহ কোপা ডেল রে-তে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

Advertisements

Míchel Zabaco খেলেছেন ডিফেন্সে। বয়স এখন ৩৪ বছর। যুব ফুটবলার হিসেবে ছিলেন লাল সাদা শিবিরে। পরে ২০০৮-২০১০ মরসুমে ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের সি দলে। পরে তাকে উন্নীত করা হয়েছিল ক্লাবের নই টিমে। অ্যাথলেটিকো এই দুই দলের হয়ে তিরিশের বেশি ম্যাচ খেলেছিলেন এই ডিফেন্ডার। এরপর আলমেইরার বি দল এবং মূল দলে সুযোগ পেয়েছিলেন। মিচেলের ফুটবল কেরিয়ার আবর্তিত হয়েছে মূলত স্পেনকে কেন্দ্র করে।

এটা বলা যায় যে এখন তিনি তার সেরা ফর্মকে পিছনে ফেলে এসেছেন। সর্বশেষ খেলেছিলেন Burgos CF – এ। এটিও স্পেনের সেগুন্দা ডিভিশনের ক্লাব। রক্ষণভাগের খেলোয়াড় হলেও গোল করার দক্ষতা রয়েছে। অনেকে ধরে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডে তার খেলা নিশ্চিত। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি। অতীতে বিশ্ব মানের একাধিক ফুটবলার খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেডে।