পঞ্চায়েত ভোটের ফল কি বাতিল হবে? আদালতে নজর সবপক্ষের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা ভোট-হিংসার মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কেন এখনও হিংসা চলছে,…

Calcutta HC

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা ভোট-হিংসার মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কেন এখনও হিংসা চলছে, কেন মানুষ মার খাচ্ছে, প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য করেন যে ভোটে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের ভবিষ্যৎ, মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করবে। রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয় জানায় হাইকোর্ট।

‘পুনরায় নির্বাচনের জন্য কমিশনের কাছে দেওয়া তালিকা অনুযায়ী কী সিদ্ধান্ত তা জানানো প্রয়োজন ছিল’। প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টে আজকেও কমিশনের তরফ থেকে কেউ আদালতে নেই, তারা কেন সক্রিয় নয়? প্রশ্ন করেন প্রধান বিচারপতির।

প্রধান বিচারপতি বলেন, ‘’খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের।‘

‘মামলার ভবিষ্যতের উপর জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ভর করবে, এটা মনে রাখতে হবে, পর্যবেক্ষণ আদালতের।
এই মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।