ATK Mohun Bagan: ঘরের ছেলেদের কাছেই মাথা হেঁট বাগানের

এক সময় ছিলেন কলকাতার ফ্র্যাঞ্চাইজি শিবিরে। এখন অন্য দলে। যে দলের কাছে হেরে শিল্ড হাতছাড়া করেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সাইড লাইনে হুয়ান ফেরান্দোর হাত দিয়ে মুখ চাপার দৃশ্য কারও নজর এড়ায়নি। 

প্রণয় হালদার, বরিস সিং এবং কোমল থাটাল; তিনজন ফুটবলারই একসময় ছিলেন ইন্ডিয়ান সুপার লিগের কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলে। প্রণয় হালদার তো কলকাতা ময়দানের পরিচিত মুখ। সবুজ মেরুন জার্সি পরে খেলেছেন দীর্ঘ দিন। এটিকে’র জার্সিও তুলেছিলেন গায়ে। ২০২০ মরশুমে বাগানের হয়ে খেলেছিলেন চারটি ম্যাচ। 

   

আশা জাগিয়েও শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করতে পারেনি এটিকে মোহন বাগান। মার্চের ৭ তারিখ তারা হেরেছে যেমসেদপুরের বিরুদ্ধে। ইস্পাতনগরীর তিরে এসে ডুবেছে পালতোলা নৌকা। প্রতিপক্ষ জেমসেদপুর এফসির জার্সি পরে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রণয়, বরিস। 

বরিস এটিকেতে ছিলেন ২০১৮-২০২০ মরশুমে। একটি ম্যাচেও তাঁকে কাজে লাগানো হয়নি। ২০২০-২১ মরশুমে এটিকে মোহন বাগানের সদস্য। সুযোগ পাননি কোনও ম্যাচে। চলতি মরশুমে জামশেদপুর হয়ে খেলে ফেলেছেন ১৯ টি ম্যাচ। করেছেন তিনটি গোল। সাত তারিখ সন্ধ্যার ম্যাচে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 

ATK Mohan Bagan against Jamshedpur FC

একুশ বছর বয়সী কোমল থাটালও রয়েছেন জামশেদপুর এফসিতে। ২০১৮-২০ মরশুমে এটিকের হয়ে খেলেছিলেন ১৫ টি ম্যাচ। করেছিলেন একটি গোল। ২০২০-২১ মরশুমে এটিকে মোহন বাগানে। পাঁচটি ম্যাচে অংশ নিয়েছিলেন। এখন খেলেন ইস্পাত নগরীর ফ্র্যাঞ্চাইজি দলে । পাঁচ ম্যাচ খেলে ইতিমধ্যে একটি গোল করেছেন। যদিও বাগানের বিরুদ্ধে গত ম্যাচে তিনি ছিলেন না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন