২৮ বছর বয়সী ভারতের লেফট উইংয়ের ফুটবলার মাইকেল সুসাইরাজ (Michael Soosairaj) একটা সময় এটিকে এবং এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে দাপুটে ফুটবল খেলেছিলেন।এটিকে মোহনবাগানে খেলা কালীন চোট পান সুসাইরাজ। এরপর আচমকা ফুটবল মানচিত্র থেকে সরে যান।পরবর্তী সময়ে অবশ্য চোট সারিয়ে ফিরেছিলেন।
পরবর্তী সময়ে এটিকে মোহনবাগান ছেড়ে মাইকেল সুসাইরাজ ওড়িশা এফসি তে যোগদান করেন।কিন্তু সেই দলে লেফট উইংয়ে দারুণ ফুটবল খেলেছিলেন নন্দকুমার।তাই আইএসএলে ওড়িশা এফসির হয়ে তেমন একটা খেলার সুযোগ পাননি সুসাইরাজ।এর ফলে বেঞ্চে বসেই অধিকাংশ সময় কেটেছে এমন ভালো মানের ফুটবলারের।
এমন একটা সময় শোনা যাচ্ছে সুসাইরাজ কে দলে পেতে যোগাযোগ করছেন চেন্নাইয়ান এফসি।এই মরশুমের বাকি ম্যাচ গুলোতে সুসাইরাজ কে লোন ডিলে দলে নিতে চাইছে চেন্নাইয়ান এফসি।ইতিমধ্যে বিকাশ ইয়ামনামকে দলে নিয়ে চমক দিয়েছে চেন্নাইয়ান, এবার সুসাইরাজ কে নেওয়ার পথে তারা।সব মিলিয়ে চলতি জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো বেশ ভালো ভাবেই কাজে লাগাচ্ছে চেন্নাইয়ান এফসি সেটা বলতেই হচ্ছে।