পরিবার নিয়ে খানিকটা চিন্তিত ডেভিড উইলিয়ামস (David Williams)। তাই এটিকে মোহনবাগান ছেড়ে মুম্বই সিটি’তে সই করলেও শোনা যাচ্ছে সেই চুক্তি ভেঙে বেড়িয়ে আসতে চাইছেন তিনি। এবং তাই আগামী মরশুমে হয়তো অস্ট্রেলিয়ার লিগে খেলতে দেখা যেতে পারে এটিকে মোহনবাগান মাতানো এই ফুটবলার’কে।
শুধুমাত্র উইলিয়ামস একা নন। এক’ই সুর সবুজ মেরুনে তার তারকা সতীর্থ রয় কৃষ্ণার গলায়েও।এটিকে মোহনবাগান ছাড়ার পর একাধিক ভারতীয় ক্লাবের সাথে নাম জড়িয়েছে তার।কিন্তু বর্তমানে তার পরিবার রয়েছে অস্ট্রেলিয়ায়,তাই কৃষ্ণা’কেও আগামী মরশুমে এ লিগে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।এক্ষেত্রে অনেকে মনে করছেন অস্ট্রেলিয়ান লিগে কোনও এক’ই ক্লাবে খেলতে দেখা যেতে পারে এই জুঁটি’কে।
প্রসঙ্গত, ২০১৯-২০ এটিকে এবং ২০২০-২২ এটিকে মোহনবাগানের হয়ে খেলা ফুটবলার’কে আইএসএলে খেলা সেরা বিদেশি ফুটবলার’দের মধ্যে একজন বলেই মনে করা হয় ডেভিড উইলিয়ামস’কে।২০১৯-২০ মরশুমে এটিকের হয়ে জিতেছেন আইএসএল।আক্রমণ ভাগের এই ফুটবলার অস্ট্রেলিয়ার জাতীয় দলের বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলার পাশাপাশাপাশি অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ডের প্রথমে সারির বিভিন্ন ক্লাবে খেলেছেন।একটা সময় অবধি আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসি’তে তার খেলার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিলো, এমনকি প্রিকন্ট্রাক্ট সই করেছিলেন তিনি। কিন্তু শেষ অবধি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।