AIFF: রাজ্য লিগে খেলানো যাবে না বিদেশি, স্বস্তি পেল ছোট ক্লাব গুলি?

Federation announced the schedule of AIFF elections

ভারতীয় ফুটবলের উন্নতির কথা মাথায় রেখে এবার নয়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ (AIFF)। সেই অনুসারে আগামী দিন গুলিতে বিদেশিদের দাপট কমতে চলেছে রাজ্যের পাশাপাশি জেলার ফুটবল লিগ গুলিতে।

যারফলে, নতুন মরশুম থেকে এবার নিজেদের মেলে ধরার একাধিক সুযোগ পাবেন দেশের উদীয়মান ফুটবলাররা। এই প্রসঙ্গে গত কয়েকদিন আগে লাল-হলুদের বার পুজোয় এসে মুখ খুলেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। গোটা বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরেছিলেন সাংবাদিকদের সামনে। তবে এখানেই শেষ নয়। তার কিছুদিন পরেই সরকারি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় ফুটবল সংস্থার তরফে।

   

সেই বিবৃতি অনুসারে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ফেডারেশনের অনুমোদিত কোনো রাজ্য কিংবা জেলার ফুটবল টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন না বিদেশি তারকারা। শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নিয়েই দল গঠন করতে কবে প্রত্যেকটি দল কে। আর এই নিয়ম বহাল থাকবে ছেলেদের পাশাপাশি মহিলাদের ও দলের ক্ষেত্রে। তবে এই নয়া নিয়ম অনুসারে আদৌ কতটা সুবিধা হবে ময়দানের ছোট দল গুলির?

বিশেষজ্ঞ মহলের মত অনুসারে, এই নিয়মের দরুন বড়সড় ধাক্কা খাবে ময়দানের তাবড় তাবড় দলগুলি। প্রত্যেক বছর হাই বাজেটের দল বানিয়ে বিদেশিদের দিয়ে যারা বাজিমাত করত এবার যে তাদের দিন শেষ তা বলাই চলে। অন্যদিকে, রাজ্যের প্রায় অধিকাংশ ছোট দলগুলির ভাড়ে মা ভবানী পরিস্থিতি। যারফলে, সেরকম বাজেট না থাকায় ভালো মানের বিদেশি সই করানোর কোনো সুযোগ ই থাকত না তাদের কাছে। ফলে, নিজের সীমিত শক্তি নিয়েই মাঠে লড়াই করতে হত ক্লাব গুলিকে।

সেই সুযোগকে কাজে লাগিয়েই অধিক বাজেট যুক্ত দলগুলির জয়জয়কার পরে যেত টুর্নামেন্ট জুড়ে। তবে এবার সেই পুরোনো পদ্ধতি বন্ধ হওয়ার ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বিদেশিহীন লিগ হওয়ার ফলে সকলেই চাইবে নিজেদের দলে সেরা দেশীয় ফুটবলারদের সই করাতে। যারফলে, টুর্নামেন্ট জুড়ে বহু উদীয়মান ভারতীয় ফুটবলার দেখা যাবে। পরবর্তীতে হয়ত তাদের হাত ধরেই এগোবে ভারতীয় ফুটবল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন