Rostyn Griffiths: সাফাই দিলেন প্রবীর দাসের গলা চেপে ধরা বিদেশি

রবিবার সন্ধ্যায় এক চরম উত্তেজনাকর ম্যাচের সাক্ষী থেকেছেন ইন্ডিয়ান সুপার লীগের দর্শকরা। মুম্বই সিটি এফসি ও কেরালা ব্লাস্টার্স দলের ফুটবলারদের মধ্যে ছড়িয়েছিল উত্তাপ। এরই মধ্যে…

Australian midfielder Rostyn Griffiths signs for Mumbai City FC

রবিবার সন্ধ্যায় এক চরম উত্তেজনাকর ম্যাচের সাক্ষী থেকেছেন ইন্ডিয়ান সুপার লীগের দর্শকরা। মুম্বই সিটি এফসি ও কেরালা ব্লাস্টার্স দলের ফুটবলারদের মধ্যে ছড়িয়েছিল উত্তাপ। এরই মধ্যে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল প্রবীর দাসে আবেগ প্রবন মুখ। প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি।

দর্শকদের অনেকে মুম্বই সিটি এফসির বিদেশি ফুটবলার রস্টিন গ্রিফিতসের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। মাঠে ছড়িয়ে পড়া উত্তেজনার কিছু মুহূর্তের সময় দেখা গিয়েছিল গ্রিফিতসের হাত পিছন থেকে জড়িয়ে আছে প্রবীর দাসের গলা। এই প্রসঙ্গে সাফাই দিয়েছেন অভিযুক্ত এই বিদেশি। সামাজিক মাধ্যমে এই অ্যাকশন সম্পর্কে গ্রিফিতসের দাবি, ‘জানি না সবাই এটা নিয়ে এতো উত্তেজিত কেন। এই ছেলেটা মাঠে সবার সঙ্গে লড়াই করার চেষ্টা করে যাচ্ছিল। আমি ভেবেছিলাম ওর সঙ্গে একটু খুনসুটি করা যাক।’

   

যতটা ভাবা হয়েছিল তার তুলনায় এবারের ইন্ডিয়ান সুপার লীগে অনেক ভালোভাবে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। মুম্বই সিটির বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার আশায় ছিলেন কেরালা সমর্থকরা। ছোটখাটো ভুল না করলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত ব্লাস্টার্স। শেষ পর্যন্ত মুম্বই সিটির পক্ষে ম্যাচের ফল হয় ২-১। বিরতির আগে অতিরিক্ত সময়ে মুম্বইকে এগিয়ে দিয়েছিলেন ডিয়াজ। দ্বিতীয়ার্ধে কেরালাকে সমতায় ফেরান ফারুক। মিনিট দশেকের মধ্যে রালতের গোলে ফের এগিয়ে যায় মুম্বই সিটি।

৯০ অতিরিক্ত ১৫ মিনিটের মাথায় মুম্বই সিটি এফসির ভ্যান নেইফ এবং কেরালা ব্লাস্টার্সের ড্রিন্সিসকে লাল কার্ড দেখানো হয়। তবে ফুটবল প্রেমীদের একাংশের অভিযোগ, আসল কালপ্রিট মুম্বই এফসির গ্রিফিথস। প্রবীর দাসের ওপর তিনি কার্যত চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। রেফারি কেন সিটির এই ফুটবলারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না? সে ব্যাপারে উঠছে প্রশ্ন।