রাত পোহালেই শহ‍রে হাজির হচ্ছেন ইস্টবেঙ্গলের এশিয়ান কোটার বিদেশি ফুটবলার

লাল হলুদ সমর্থক’দের কাছে খুশির খবর। রাত পোহালেই ক্লাবের যষ্ঠ বিদেশি ফুটবলার জর্ডন ও’ ডোহার্টি (Jordan O’ Doherty) এসে উপস্থিত হচ্ছেন কলকাতায়‌। অর্থাৎ পরিকল্পনা মাফিক…

Jordan O'Doherty

লাল হলুদ সমর্থক’দের কাছে খুশির খবর। রাত পোহালেই ক্লাবের যষ্ঠ বিদেশি ফুটবলার জর্ডন ও’ ডোহার্টি (Jordan O’ Doherty) এসে উপস্থিত হচ্ছেন কলকাতায়‌। অর্থাৎ পরিকল্পনা মাফিক ক্লাবের সকল বিদেশ ফুটবলার ডুরান্ড শেষের আগেই উপস্থিত হলো শিবিরে।এবার পূর্ণ উদ‍্যমে আইএসএলের প্রস্তুতি নিতে শুরু করবে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন।

সেন্ট্রাল মিডফিল্ড ছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইংয়ে খেলতে পারেন এই ফুটবলার। অ্যাডিলেডের অনূর্ধ – ২১ দলের হয়ে খেলা শুরু করেছিলেন এই ফুটবলার।২০১৬-১৭ মরশুমে অ্যাডিলেডের মূল দলের হয়েও খেলেছিলেন এই ফুটবলার।২০১৮-১৯ মরশুমে ওয়েস্টার্ন সিডনি ছাড়াও নিউক‍্যাসল’এর হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।

Advertisements

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার লিগে ৮৬ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।ক্লাব কেরিয়ারের মোট ৯১ টা ম‍্যাচে ৪ টি গোল করার পাশাপাশি ১ টি গোল করেছিলেন তিনি। জানা গেছে গত মরশুম নানান চোটজনিত সমস্যায় ভুগেছে এই ফুটবলার।আসন্ন মরশুমে তিনি নিজেকে কতোটা মেলে ধরতে পারেন লাল হলুদের জার্সি গায়ে এখন সেটাই দেখার বিষয়।